শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নামবে আওয়ামী লীগ

সমীরণ রায় : [২] ক্ষমতাসীন দল আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে যারা কোটিপতি হয়েছেন এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থান নিয়েছে দলটি। ধান্দাবাজ,
দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী ও চোর-বাটপারদের বিরুদ্ধে দলটি সাংগঠনিক ব্যবস্থা নেবে। একইসঙ্গে তাদের আইনের হাতে সোপার্দ করারও সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

[৩] দলটির শীর্ষ নেতারা বলেন, সম্প্রতি জিকে শামীম, শামীমা নূর পাপিয়া, শাহেদের মতো যারা ‘উড়ে এসে জুড়ে বসে’ দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তাদের যারা বিভিন্ন সময় আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যতবড়ই ক্ষমতাবান বা দলীয় শীর্ষ পদে থাকলেও তারা এ শুদ্ধি অভিযানের আওতায় থাকবেন।

[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। জনগণের বুকের গভীরে রয়েছে দলের শেকড়। দলের নাম ভাঙ্গিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেয়া যাবে না। দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে, আওয়ামী লীগে আশ্রয়ী, লোভী, ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই।

[৫] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দলের ভেতরে কোনো ধরনের দুর্নীতিবাজ, চোর-বাটপারদের স্থান হবে না। চলমান শুদ্ধি অভিযান থামবে না। তাদেরকে দল থেকে বহিষ্কারই শুধু নয়, আইনের হাতে সোপার্দ করা হবে। কঠোরভাবে তাদের ওপর আঘাতহানা হবে। কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কোনো অনুপ্রবেশকারীদের রেহাই দেওয়া হবে না। তাদের কারণেই দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা সুযোগ পাচ্ছে না। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়