শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নামবে আওয়ামী লীগ

সমীরণ রায় : [২] ক্ষমতাসীন দল আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে যারা কোটিপতি হয়েছেন এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থান নিয়েছে দলটি। ধান্দাবাজ,
দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী ও চোর-বাটপারদের বিরুদ্ধে দলটি সাংগঠনিক ব্যবস্থা নেবে। একইসঙ্গে তাদের আইনের হাতে সোপার্দ করারও সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

[৩] দলটির শীর্ষ নেতারা বলেন, সম্প্রতি জিকে শামীম, শামীমা নূর পাপিয়া, শাহেদের মতো যারা ‘উড়ে এসে জুড়ে বসে’ দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তাদের যারা বিভিন্ন সময় আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যতবড়ই ক্ষমতাবান বা দলীয় শীর্ষ পদে থাকলেও তারা এ শুদ্ধি অভিযানের আওতায় থাকবেন।

[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। জনগণের বুকের গভীরে রয়েছে দলের শেকড়। দলের নাম ভাঙ্গিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেয়া যাবে না। দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে, আওয়ামী লীগে আশ্রয়ী, লোভী, ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই।

[৫] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দলের ভেতরে কোনো ধরনের দুর্নীতিবাজ, চোর-বাটপারদের স্থান হবে না। চলমান শুদ্ধি অভিযান থামবে না। তাদেরকে দল থেকে বহিষ্কারই শুধু নয়, আইনের হাতে সোপার্দ করা হবে। কঠোরভাবে তাদের ওপর আঘাতহানা হবে। কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কোনো অনুপ্রবেশকারীদের রেহাই দেওয়া হবে না। তাদের কারণেই দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা সুযোগ পাচ্ছে না। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়