শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানে নামবে আওয়ামী লীগ

সমীরণ রায় : [২] ক্ষমতাসীন দল আওয়ামী লীগে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে যারা কোটিপতি হয়েছেন এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থান নিয়েছে দলটি। ধান্দাবাজ,
দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী ও চোর-বাটপারদের বিরুদ্ধে দলটি সাংগঠনিক ব্যবস্থা নেবে। একইসঙ্গে তাদের আইনের হাতে সোপার্দ করারও সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

[৩] দলটির শীর্ষ নেতারা বলেন, সম্প্রতি জিকে শামীম, শামীমা নূর পাপিয়া, শাহেদের মতো যারা ‘উড়ে এসে জুড়ে বসে’ দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তাদের যারা বিভিন্ন সময় আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যতবড়ই ক্ষমতাবান বা দলীয় শীর্ষ পদে থাকলেও তারা এ শুদ্ধি অভিযানের আওতায় থাকবেন।

[৪] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। জনগণের বুকের গভীরে রয়েছে দলের শেকড়। দলের নাম ভাঙ্গিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকে ভাগ্য বদলাতে দেয়া যাবে না। দলের দুঃসময়ের পরীক্ষিত কর্মীদের পেছনে রেখে, আওয়ামী লীগে আশ্রয়ী, লোভী, ষড়যন্ত্রকারীদের আর সুযোগ নেই।

[৫] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দলের ভেতরে কোনো ধরনের দুর্নীতিবাজ, চোর-বাটপারদের স্থান হবে না। চলমান শুদ্ধি অভিযান থামবে না। তাদেরকে দল থেকে বহিষ্কারই শুধু নয়, আইনের হাতে সোপার্দ করা হবে। কঠোরভাবে তাদের ওপর আঘাতহানা হবে। কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কোনো অনুপ্রবেশকারীদের রেহাই দেওয়া হবে না। তাদের কারণেই দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা সুযোগ পাচ্ছে না। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়