শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে এমপিপুত্রের গাড়ির ধাক্কায় পুলিশ বাঁচলো অল্পে, গভীর রাতে থানায় হল মীমাংসা

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন : ঢাকায় গাড়িচাপা দিয়ে এক গাড়িচালককে হত্যার ঘটনায় আলোচিত হওয়া এমপিপুত্র শাবাব চৌধুরী এবার চট্টগ্রামে দ্রুতগামী গাড়ি দিয়ে ধাক্কা দিলেন খোদ পুলিশের গাড়িকেই। এ ঘটনায় অল্পের জন্য কয়েকজন পুলিশ সদস্য প্রাণে রক্ষা পেয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাত নয়টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজারে এ ঘটনা ঘটে। শাবাব চৌধুরী নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর একমাত্র পুত্র। এদিকে ঘটনার পর রাতেই শাবাব চৌধুরীকে খুলশী থানায় নিয়ে যাওয়া হলেও ঢাকার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার হস্তক্ষেপে গভীর রাতে তিনি ছাড়া পান।

শাবাব চৌধুরী এএন্ডজে গ্রুপ নামে চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তার বাবা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর হাতেগড়া প্রতিষ্ঠানটি শিপিং ও স্টিভিডোরসহ বন্দরভিত্তিক বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। এর কার্যালয় আগ্রাবাদের বনানী কমপ্লেক্স ভবনে।

জানা গেছে, শনিবার (১১ জুলাই) রাত নয়টার দিকে নগরীর লালখানবাজারে ঢোকার মুখে হাইওয়ে প্লাজার গলির সামনে আগে থেকে টহলে থাকা পুলিশের অপেক্ষমাণ একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি বিলাসবহুল গাড়ি। গাড়িতে থাকা খুলশী থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে ওই গাড়িটিকে আটকে ফেলেন। এ সময় শাবাব চৌধুরী নিজেকে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পুত্র পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। উল্টো পুলিশকেই হুমকি দেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। লালখানবাজারে সংঘটিত ওইদিনের ঘটনার একটি ভিডিও ক্লিপ চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে।

লালখানবাজার চানমারী রোডে ট্যাংকির পাহাড়ের পাশে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নিজস্ব বাসভবন। এমপিপুত্র শাবাব চৌধুরী সেখানেই থাকেন।

এদিকে ঘটনার একপর্যায়ে খুলশী থানা পুলিশের একটি দল গাড়িসহ শাবাব চৌধুরীকে থানায় নিয়ে যায়। জানা গেছে, ঢাকার প্রভাবশালী এক রাজনৈতিক নেতার হস্তক্ষেপে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনা সম্পর্কে খুলশী থানার ওসি প্রণব চৌধুরীর কাছে জানতে চাইলে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘এটা তেমন কিছুই না। গাড়ির সঙ্গে গাড়ির একটু ধাক্কা লাগায় কথা কাটাকাটি হয়েছে। এরপর ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়