শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্যোগে সাহস হারাবেন না, প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছেন: ত্রাণ প্রতিমন্ত্রী

বাশার নূরু: [২] বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, বন্যা কবলিত এলাকাগুলোতে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার পৌঁছে গেছে।

[৩] রোববার বিকেলে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

[৪] প্রতিমন্ত্রী জানান, বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে নেয়াসহ তাদের চিকিৎসা, নগদ আর্থিক সহায়তা, খাদ্য এবং পুনর্বাসন কর্মসূচি নিয়ে পাশে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

[৫] এনামুর রহমান আরও জানান, করোনাভাইরাসের কারণে এমনিতেই বিপর্যস্ত গোটা বাংলাদেশ। একই সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে ঘূর্ণিঝড়, বন্যার মতো নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। আর এই মোকাবিলা সফলভাবে এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ, নির্দেশনা আর দৃঢ নেতৃত্বে।

[৬] তিনি জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে শুরু করায় দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। বানের জলে ভেসে গেছে ঘরবাড়ি, মূল্যবান সম্পদ, তলিয়ে গেছে ফসলের জমি। সবমিলিয়ে নিদারুণ কষ্টে রয়েছেন পানিবন্দী মানুষরা। আর এসব ব্যাপারে সব সময় খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে প্রতিটি মুহূর্তে সব ধরনের কার্যক্রম মনিটরিং করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়