শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার, ৪টি মোটরসাইকেল উদ্ধার!

রাজু চৌধুরী : [২] অভিনব কৌশলে মাস্টার চাবি ব্যবহার করে মোটরসাইকেল চুরি করে এমন একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিএম পি কোতোয়ালী থানা পুলিশ৷

[৩] শনিবার (১১ জুলাই) এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সিএমপি’র কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমার নির্দেশনায় কোতোয়ালী থানার পুলিশ পরির্দশক (তদন্ত) কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই সজল কান্তি দাশ, এস আই সুকান্ত বিশ্বাস, এসআই এইচ এম এরশাদ উল্ল্যাহ, এসআই কে এম তারিকুজ্জামান, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই রুহুল আমিন, এএসআই সাইফুল আলম এই অভিযানে অংশ নেন।

[৪] এসি (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন , আটককৃতরা সঙ্ঘবদ্ধ চক্রের সদস্য। চক্রটি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা এবং অন্যান্য জেলা শহর থেকে মোটরসাইকেল চুরি করে দীর্ঘদিন যাবৎ প্রত্যন্ত গ্রাম এলাকায় তাদের সংঘবন্ধ অন্য সদস্যের মাধ্যমে বিক্রি করে আসছিল। বিক্রির সময় ক্রেতাকে জাল কাগজ পত্র আর ভূয়া নম্বর প্লেটও সরবরাহ করা করতো। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহসীন জানান, কোতোয়ালী থানাধীন জুবিলী রোড এলাকা থেকে শুক্রবার (১০ জুলাই) মোটর সাইকেল চোর চক্রের ২ সদস্য মেহেদী হাসান হৃদয় প্রঃ নয়ন (২২), ও সমীর কান্তি বনিক (২৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। আসামী মেহেদী হাসান হৃদয় প্রকাশ নয়ন (২২) এর কাছ হতে একটি মোটর সাইকেল খোলার মাস্টার কি উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়া আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করে রাত সাড়ে ১০ টার দিকে আকবরশাহ সলিমপুর এলাকা থেকে মিজানুর রহমান প্রকাশ সম্রাট (২৫), পিতা-সুলতান আহম্মদ, বেলায়েত হোসেন বাদশা প্রকাশ বেলাল(২২), পিতা-মনির আহম্মদ, অনিক দেবনাথ(২১), পিতা-শিবু দেবনাথ, রেজাউল করিম বাচ্চু(৪৫), পিতা-মৃত আমির হোসেন, আসাদুজ্জামান(৩০), পিতা-মৃত কবির হোসেনকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে চোরাইকৃত ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটর সাইকেলে গুলো হলো- লাল রংয়ের ডিসকোভার 125ST মডেলের মোটর সাইকেল ( ফেনী-হ-১২-০৪০৩ লেখা যাহার চেসিস নং- MD2A15B72DRB42990) কালো নীল পালসার (যশোর ল-১১-৩০৯৮, চেসিস নং MD2DHDH776CL14840) লাল কালো পালসার (চট্ট মেট্টো-ল-১৫-৫৫২৩, ইঞ্জিন নং-H1-098-10418-A,) লাল সাদা YAMAHA ব্র্যান্ডের R-15 মডেলের মোটর সাইকেল( রেজি নং-৩২-৭৮২৪)

  • সর্বশেষ
  • জনপ্রিয়