ইসমাঈল ইমু : [২] রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের নানা অপকর্মের ঘটনায় স্বামীর কঠোর শাস্তি চান স্ত্রী সাদিয়া আরাবি রিম্মি। স্বামীর প্রতারণার খবরে মর্মাহত হয়েছেন বলেও জানান সাদিয়া আরাবি রিম্মি। সূত্র : ডিবিসি নিউজ
[৩] সাহেদের স্ত্রী আরো বলেন, তার এসব অপকর্মের জন্য এরআগে কয়েকবার চলেও গিয়েছিলাম। কিন্তু, তার অনুরোধে আবার ফিরে আসি। আমারও দুর্বলতা ছিলো সন্তানের জন্য। গত তিন-চার বছর ধরে পরিবারের সদস্যদের ধারণা ছিলো তার পরিবর্তন আসবে। এখন যা দেখলাম তাতে আমি লজ্জিত। তার এসব কর্মকান্ডের খবর প্রকাশিত হওয়ায় আমি অনুভূতিহীন হয়ে পড়েছি। সংসার টিকিয়ে রাখার জন্য তাকে বার বার সুযোগ দিয়েছেন বলেও জানান সাহেদের স্ত্রী।
[৪] করোনা টেস্টের জাল সনদ সরবরাহ এবং টেস্ট ও চিকিৎসায় অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় পরদিন ৭ জুলাই হাসপাতালটির উত্তরা শাখা এবং ৮ জুলাই মিরপুর শাখা সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
[৫] এরপর একে একে বেরিয়ে আসতে থাকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের নানা অপকর্মের সব তথ্য। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। এছাড়া, সাহেদকে ভয়ঙ্কর প্রতারক উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা নিতে ২০১৬ সালে তৎকালীন পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তার বিরুদ্ধে পাওনাদারদের নিয়মিত নির্যাতনের অভিযোগও অঢেল। কেউ পাওনা টাকা চাইলে তাকে নানাভাবে হয়রানি ও অপদস্থ করতেন সাহেদ। সম্পাদনা : রায়হান রাজীব