শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার খেলায় ফিরতে চান কানেরিয়া, পিসিবির কাছে আর্জি

স্পোর্টস ডেস্ক: [২] সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ পাকিস্তানের লেগস্পিনার দানিশ কানেরিয়া আবার খেলায় ফিরতে মরিয়া।

[৩] সেজন্য সম্প্রতি দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। অন্তত ঘরোয়া ক্রিকেটসহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারলে আর্থিক সমস্যা দূর হতো বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি পেশ করে আসছেন দানিশ। মাঠে না থাকায় আয়ের উৎস নেই বলে জীবন চালিয়ে নিতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন এই পাক লেগ স্পিনার।

[৪] অবশেষে এতোদিন পর শুক্রবার কানেরিয়া ফের মাঠে নামতে পারবেন কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল পিসিবি।

[৫] পিসিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হলো, তাদের কাছে কেঁদে, মাথা ঠুকরে কোনো লাভ নেই। কানেরিয়ার সমস্যার সমাধান পিসিবির কাছে নেই, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি)। -অধিকার

[৬] এক সংবাদ বিজ্ঞপ্তিতে দানিশ কানেরিয়ার উদ্দেশে পিসিবি জানিয়েছে, ইসিবির এন্টি করাপশন কোডের অনুচ্ছেদ ৬.৮ নম্বরে পরিষ্কার বলা আছে, এন্টি করাপশন ট্রাইবুনাল, যারা একজন খেলোয়াড়কে নির্দিষ্ট সময়ের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে, তারাই কেবল ওই খেলোয়াড়কে খেলার অনুমোদন দিতে পারবেন। তাই আপনাকে ইসিবির এন্টি করাপশন কোড অনুচ্ছেদ ৬.৮ অনুযায়ী তাদের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হলো।

[৭] ২০১২ সাল থেকে বল হাতে আর মাঠে নামতে পারছেন না দানিশ কানেরিয়া। সে বছর ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। অপরাধ প্রমাণিত হলে তাকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। শুরুতে অপরাধের কথা স্বীকার না করলেও ২০১৮ সালের শেষের দিকে দোষ স্বীকার করেন তিনি। দেশের হয়ে ২৬১ উইকেট নিয়েছেন এই পাক লেগস্পিনার। - ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়