শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার খেলায় ফিরতে চান কানেরিয়া, পিসিবির কাছে আর্জি

স্পোর্টস ডেস্ক: [২] সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ পাকিস্তানের লেগস্পিনার দানিশ কানেরিয়া আবার খেলায় ফিরতে মরিয়া।

[৩] সেজন্য সম্প্রতি দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। অন্তত ঘরোয়া ক্রিকেটসহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলতে পারলে আর্থিক সমস্যা দূর হতো বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি পেশ করে আসছেন দানিশ। মাঠে না থাকায় আয়ের উৎস নেই বলে জীবন চালিয়ে নিতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন এই পাক লেগ স্পিনার।

[৪] অবশেষে এতোদিন পর শুক্রবার কানেরিয়া ফের মাঠে নামতে পারবেন কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল পিসিবি।

[৫] পিসিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হলো, তাদের কাছে কেঁদে, মাথা ঠুকরে কোনো লাভ নেই। কানেরিয়ার সমস্যার সমাধান পিসিবির কাছে নেই, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি)। -অধিকার

[৬] এক সংবাদ বিজ্ঞপ্তিতে দানিশ কানেরিয়ার উদ্দেশে পিসিবি জানিয়েছে, ইসিবির এন্টি করাপশন কোডের অনুচ্ছেদ ৬.৮ নম্বরে পরিষ্কার বলা আছে, এন্টি করাপশন ট্রাইবুনাল, যারা একজন খেলোয়াড়কে নির্দিষ্ট সময়ের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে, তারাই কেবল ওই খেলোয়াড়কে খেলার অনুমোদন দিতে পারবেন। তাই আপনাকে ইসিবির এন্টি করাপশন কোড অনুচ্ছেদ ৬.৮ অনুযায়ী তাদের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হলো।

[৭] ২০১২ সাল থেকে বল হাতে আর মাঠে নামতে পারছেন না দানিশ কানেরিয়া। সে বছর ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন। অপরাধ প্রমাণিত হলে তাকে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। শুরুতে অপরাধের কথা স্বীকার না করলেও ২০১৮ সালের শেষের দিকে দোষ স্বীকার করেন তিনি। দেশের হয়ে ২৬১ উইকেট নিয়েছেন এই পাক লেগস্পিনার। - ক্রিকইনফো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়