শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আলপনা: অনলাইন ক্লাস এবং শিক্ষার্থীদের দুরাবস্থা

আকতার বানু আলপনা: আমি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষে নই। কারণ আমাদের শিক্ষার্থীরা অনেকেই গরিব, যাদের ক্লাস করার জন্য এতো এতো নেট কেনার পয়সা নেই। আরও পরিষ্কার করে বললে বলতে হবে, অনেকের ঘরে খাবার পর্যন্ত নেই। ছুটির মধ্যে আমরা ছাত্র-শিক্ষকরা চাঁদা তুলে দুই দফায় আমাদের শিক্ষার্থীদের টাকা দিয়েছি। তাছাড়া আমাদের শিক্ষার্থীদের অনেকেই দূরবর্তী এলাকায় থাকে, যেখানে নেট নেই, বিদ্যুৎ নেই। আমরা এটাও জানি, বাংলাদেশের অধিকাংশ এলাকায় নেট থাকলেও তা খুব ধীরগতি। আবার কখনো কখনো নেট থাকেও না। এ রকম বাস্তবতায় অনলাইনে ক্লাস আমার কাছে বিলাসিতা মনে হয়। শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা তামাশার মত। আমার আরও একটি কনসার্নের জায়গা আছে। সেটি হলো- হাজার হাজার শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতায় টিকে একজন শিক্ষার্থী তার মেধার জোরে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়।

কোন অজুহাতেই আমি সেই শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যহত করতে পারি না। তার শিক্ষার অধিকার হরণ করতে পারি না। শিক্ষক হিসেবে প্রতিটা শিক্ষার্থীকেই শেখানো আমার দায়িত্ব। তাই উপরোক্ত যেকোন কারণে যদি বিশ্ববিদ্যালয়ের মাত্র একজন শিক্ষার্থীও অনলাইন ক্লাসের বাইরে থেকে যায়। তাহলে শিক্ষক হিসেবে আমি ওই শিক্ষার্থীর কাছে দোষী। অনলাইন ক্লাসের নামে তার শিক্ষার সুযোগ কেড়ে নেওয়ার অপরাধে আমি অপরাধী। এই দায় আমি কখনোই নিতে চাইনা। কাউকেই আমি শেখার সুযোগ থেকে বঞ্চিত করতে চাইনা। তাই আমার পরামর্শ হলো, আরও কিছুদিন বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হোক এবং ততদিন শিক্ষার্থীরা নিজে নিজে পড়ুক। পরে প্রয়োজনে সাপ্তাহিক ছুটিসহ সবরকমের ছুটি বাতিল করে নিয়মিত ক্লাস নিয়ে। তাদের ক্লাসের ঘাটতি পুষিয়ে দেওয়া হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়