মাহফুজুর রহমান: বুঝলাম না হয় এই মানুষটা এসএসসি পাস করে কখনো কর্নেল, কখনো মেজর, কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ইত্যাদি নাম ইউজ করেছে, কিন্তু এই যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস রিলিজ? যার নিচে পরিচালকের স্বাক্ষর? এটাতে এতোগুলো বানান ভুল হলো কী করে? বিদ্যার বহর? নাকি এখানেও ভুয়া লোকেরা নানান পদবি লাগিয়ে বসে আছেন? হয়তো এই অধিদপ্তরেও কোনো অঘটন ঘটলে তাদের আসল পরিচয় পাওয়া যাবে? এই লোকটা দেখা যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ইত্যাদির সঙ্গেও হাস্যোজ্জল সাক্ষাৎ করেন? এসব কীভাবে? গোয়েন্দাদের তদন্ত ছাড়াই ক্লিয়ারেন্স পাইল? নাকি সবাই এই সাহেদের টাকার ঘ্রানেই মজিল?
একবার দুই নেত্রীর চিঠি চালাচালির সময় খালেদা জিয়ার স্বাক্ষর যুক্ত এক চিঠিতে ১৭ টি বানান ভুল ছিল এই নিয়ে তো রঙ্গ কম হয়নি, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের এই প্রেস রিলিজ? এটা কি প্রমান করে? হ্যালো নাহিদ কাক্কু, কী কইরা থুইয়া গেছেন? আবার এখন নাকি বাংলা একাডেমি ঈদ বানানকে ‘ইদ’ আর গরু বানান কে ‘ গোরু’ লিখার ওর্ডার দিসেন?‘বেড়াগারোদ’ আওয়ামী লীগের সরকার শুধু টাকাই চিনিল? আর উহাতেই মজিল। ফেসবুক থেকে