শিরোনাম
◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইডস, যক্ষা ও ম্যালেরিয়ায় মৃত্যু হতে পারে ১০ লাখ মানুষের

সিরাজুল ইসলাম : [২] আন্তর্জাতিক এইডস সোসাইটির প্রধান ডক্টর অ্যান্টন পোজনিয়াক আরও বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে অন্য প্রাণঘাতী রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এইচআইভি নিরাময়ের গবেষণাও থেমে গেছে। সিএনএন

[৩] গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকোলাইসিস অ্যান্ড ম্যালেরিয়া জানায়, তারা ১০৬টি দেশে কার্যক্রম চালায়। ৮৫ শতাংশ দেশেই এইচআইভি, ৭৭ শতাংশ দেশে যক্ষ্মা এবং ৭৩ শতাংশ দেশে ম্যালেরিয়ার চিকিৎসা ব্যাহত হয়েছে। কমপক্ষে ২০ শতাংশ দেশেই চরম বিপর্যয় ঘটেছে এ তিন রোগের চিকিৎসায়।

[৪] এর আগে চিকিৎসা ব্যাহত হওয়ায় এইডস, যক্ষা ও ম্যালেরিয়ায় ১০ লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থ, স্টপ টিবি পার্টনারশিপ এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ।

[৫] ইউএনএইডস আশঙ্কা করেছে, ছয় মাস চিকিৎসা ব্যাহত হওয়ায় আফ্রিকায় সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতেই ৫ লাখ লোক এইডসজনিত অসুস্থতায় মারা যাবে। ২০১৮ সালের গবেষণা অনুসারে এরইমধ্যে এইডসে চার লাখ ৭০ হাজার মানুষ মারা গেছে। এইচআইভি প্রতিরোধের চেষ্টা এক যুগের বেশি সময় পিছিয়ে পড়বে।

[৬] ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়েনিমা বলেন, কোভিড-১৯ প্রতিরোধ করতে গিয়ে এইডসের বিরুদ্ধে কষ্টার্জিত সফলতা হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রাণঘাতী রোগে আক্রান্ত সবাকেই চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়