শিরোনাম
◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় ভোটে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না? ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইডস, যক্ষা ও ম্যালেরিয়ায় মৃত্যু হতে পারে ১০ লাখ মানুষের

সিরাজুল ইসলাম : [২] আন্তর্জাতিক এইডস সোসাইটির প্রধান ডক্টর অ্যান্টন পোজনিয়াক আরও বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে অন্য প্রাণঘাতী রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এইচআইভি নিরাময়ের গবেষণাও থেমে গেছে। সিএনএন

[৩] গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকোলাইসিস অ্যান্ড ম্যালেরিয়া জানায়, তারা ১০৬টি দেশে কার্যক্রম চালায়। ৮৫ শতাংশ দেশেই এইচআইভি, ৭৭ শতাংশ দেশে যক্ষ্মা এবং ৭৩ শতাংশ দেশে ম্যালেরিয়ার চিকিৎসা ব্যাহত হয়েছে। কমপক্ষে ২০ শতাংশ দেশেই চরম বিপর্যয় ঘটেছে এ তিন রোগের চিকিৎসায়।

[৪] এর আগে চিকিৎসা ব্যাহত হওয়ায় এইডস, যক্ষা ও ম্যালেরিয়ায় ১০ লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থ, স্টপ টিবি পার্টনারশিপ এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ।

[৫] ইউএনএইডস আশঙ্কা করেছে, ছয় মাস চিকিৎসা ব্যাহত হওয়ায় আফ্রিকায় সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতেই ৫ লাখ লোক এইডসজনিত অসুস্থতায় মারা যাবে। ২০১৮ সালের গবেষণা অনুসারে এরইমধ্যে এইডসে চার লাখ ৭০ হাজার মানুষ মারা গেছে। এইচআইভি প্রতিরোধের চেষ্টা এক যুগের বেশি সময় পিছিয়ে পড়বে।

[৬] ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়েনিমা বলেন, কোভিড-১৯ প্রতিরোধ করতে গিয়ে এইডসের বিরুদ্ধে কষ্টার্জিত সফলতা হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রাণঘাতী রোগে আক্রান্ত সবাকেই চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়