শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এইডস, যক্ষা ও ম্যালেরিয়ায় মৃত্যু হতে পারে ১০ লাখ মানুষের

সিরাজুল ইসলাম : [২] আন্তর্জাতিক এইডস সোসাইটির প্রধান ডক্টর অ্যান্টন পোজনিয়াক আরও বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে অন্য প্রাণঘাতী রোগের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এইচআইভি নিরাময়ের গবেষণাও থেমে গেছে। সিএনএন

[৩] গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকোলাইসিস অ্যান্ড ম্যালেরিয়া জানায়, তারা ১০৬টি দেশে কার্যক্রম চালায়। ৮৫ শতাংশ দেশেই এইচআইভি, ৭৭ শতাংশ দেশে যক্ষ্মা এবং ৭৩ শতাংশ দেশে ম্যালেরিয়ার চিকিৎসা ব্যাহত হয়েছে। কমপক্ষে ২০ শতাংশ দেশেই চরম বিপর্যয় ঘটেছে এ তিন রোগের চিকিৎসায়।

[৪] এর আগে চিকিৎসা ব্যাহত হওয়ায় এইডস, যক্ষা ও ম্যালেরিয়ায় ১০ লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থ, স্টপ টিবি পার্টনারশিপ এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ।

[৫] ইউএনএইডস আশঙ্কা করেছে, ছয় মাস চিকিৎসা ব্যাহত হওয়ায় আফ্রিকায় সাব-সাহারা অঞ্চলের দেশগুলোতেই ৫ লাখ লোক এইডসজনিত অসুস্থতায় মারা যাবে। ২০১৮ সালের গবেষণা অনুসারে এরইমধ্যে এইডসে চার লাখ ৭০ হাজার মানুষ মারা গেছে। এইচআইভি প্রতিরোধের চেষ্টা এক যুগের বেশি সময় পিছিয়ে পড়বে।

[৬] ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়েনিমা বলেন, কোভিড-১৯ প্রতিরোধ করতে গিয়ে এইডসের বিরুদ্ধে কষ্টার্জিত সফলতা হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রাণঘাতী রোগে আক্রান্ত সবাকেই চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়