শিমুল মাহমুদ, শরিফ শাওন : [২] রাজধানীর কবরস্থানগুলোতে দাফনের সঙ্গে জড়িত সংগঠনগুলো এই তথ্য দিয়েছে। [৩] রাজধানীর সবচেয়ে বড় কবরস্থান রায়ের বাজারে গত চার মাসে দাফন হয়েছে মোট ১২৪৭ টি। এর মধ্যে কোডিভ- ৫২৩ ও সাধারণ ৭২৪ জন। গত বছরের এই সময়ে দাফন ছিলো ৬১৮ টি। বেড়েছে ১০১.৭৮ %।
[৪] আাজিমপুর কবরস্থানে চার মাসে দাফন হয়েছে ৩৪৯৯ টি। গত বছরের এই সময়ে দাফন ছিলো ৩০৩৭ টি। বেড়েছে ১৫.২ %।
[৫] জুরাইন কবরস্থানে দাফন হয়েছে ১২৫০ টি। গত বছরের দাফন ছিলো ১১৪০ টি। বিগত বছরের তুলনায় বেড়েছে ৯.৬%।
[৬] খিলগাও কবরস্থানে দাফন হয়েছে মোট ৪৬১ টি। এর মধ্যে কোভিড- ১৯১ ও সাধারণ ২৭০ জন। গত বছরের এই চার মাসে দাফন ছিলো ১২৬ টি। বেড়েছে ২৬৫.৮%।
[৭] বনানী কবরস্থানে গত চার মাসে দাফন হয়েছে ৩৪৬ টি। গত বছরের এই সময়ে দাফন ছিলো ২১৮ টি। বেড়েছে ৫৮.৭%। [৮] উত্তরা ১২ নং সেক্টরে দাফন হয়েছে ৮৬ টি। গত বছরের এই সময়ে দাফন ছিলো ৭০টি। বিগত বছরের তুলনায় বেড়েছে ২২.৮%।