শিরোনাম
◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা ◈ ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের সময় বাড়ল ◈ ইসলামিক সলিডারিটি গেমসে পদকজয়ী নারী ক্রীড়াবিদকে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্ষা পেতে পুলিশের হাতে কামড়, ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসদরের সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বাইরের মাঠে একটি ঘরে মাদক সেবন ও কেনাবেচা হচ্ছিল। এমন তথ্যে ওই স্থানে অভিযান চালায় মির্জাপুর থানার একদল পুলিশ সদস্য।

[৩] পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে সেই ঘরে থাকা মাদকসেবী ও কারবারিরা। সেসময় ইয়ানূর (২৮) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে ধরতে সমর্থ হয় কনস্টেবল আশিক। কিন্তু পালিয়ে বাঁচতে ওই পুলিশ সদস্যের হাতের দুই জায়গায় কামড় বসিয়ে দেয় ইয়ানূর। তবুও শেষ রক্ষা হয়না, পালাতে পারেনি ইয়ানূর। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮টি ইয়াবা ট্যাবলেট।

[৪] প্রাথমিক চিকিৎসাশেষে আহত ওই পুলিশ কনস্টেবল বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে। তবে হাতে কামড়ের কারণে তাকে দুটি ইনজেকশন নিতে হয়েছে।

[৫] মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। বুধবার (৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী পুলিশ পরিদর্শক ফয়েজ আহমেদ। ইয়ানূর এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত ইয়ানূর (২৮) উপজেলার পৌর এলাকার পুষ্টকামুড়ী গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়