শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্ষা পেতে পুলিশের হাতে কামড়, ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসদরের সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বাইরের মাঠে একটি ঘরে মাদক সেবন ও কেনাবেচা হচ্ছিল। এমন তথ্যে ওই স্থানে অভিযান চালায় মির্জাপুর থানার একদল পুলিশ সদস্য।

[৩] পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে সেই ঘরে থাকা মাদকসেবী ও কারবারিরা। সেসময় ইয়ানূর (২৮) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে ধরতে সমর্থ হয় কনস্টেবল আশিক। কিন্তু পালিয়ে বাঁচতে ওই পুলিশ সদস্যের হাতের দুই জায়গায় কামড় বসিয়ে দেয় ইয়ানূর। তবুও শেষ রক্ষা হয়না, পালাতে পারেনি ইয়ানূর। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮টি ইয়াবা ট্যাবলেট।

[৪] প্রাথমিক চিকিৎসাশেষে আহত ওই পুলিশ কনস্টেবল বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে। তবে হাতে কামড়ের কারণে তাকে দুটি ইনজেকশন নিতে হয়েছে।

[৫] মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। বুধবার (৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী পুলিশ পরিদর্শক ফয়েজ আহমেদ। ইয়ানূর এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত ইয়ানূর (২৮) উপজেলার পৌর এলাকার পুষ্টকামুড়ী গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়