শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্ষা পেতে পুলিশের হাতে কামড়, ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসদরের সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বাইরের মাঠে একটি ঘরে মাদক সেবন ও কেনাবেচা হচ্ছিল। এমন তথ্যে ওই স্থানে অভিযান চালায় মির্জাপুর থানার একদল পুলিশ সদস্য।

[৩] পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে সেই ঘরে থাকা মাদকসেবী ও কারবারিরা। সেসময় ইয়ানূর (২৮) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে ধরতে সমর্থ হয় কনস্টেবল আশিক। কিন্তু পালিয়ে বাঁচতে ওই পুলিশ সদস্যের হাতের দুই জায়গায় কামড় বসিয়ে দেয় ইয়ানূর। তবুও শেষ রক্ষা হয়না, পালাতে পারেনি ইয়ানূর। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮টি ইয়াবা ট্যাবলেট।

[৪] প্রাথমিক চিকিৎসাশেষে আহত ওই পুলিশ কনস্টেবল বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে। তবে হাতে কামড়ের কারণে তাকে দুটি ইনজেকশন নিতে হয়েছে।

[৫] মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। বুধবার (৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী পুলিশ পরিদর্শক ফয়েজ আহমেদ। ইয়ানূর এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত ইয়ানূর (২৮) উপজেলার পৌর এলাকার পুষ্টকামুড়ী গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়