শিরোনাম
◈ ১ বিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনবে তিন প্রতিষ্ঠান ◈ বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর ◈ চরভদ্রাসনে রাতের অন্ধকারে শটগানের মহড়া, পুলিশ নীরব — সরকারি স্কুলে চুরির মহামারি ◈ ঢাকায় আসছেন না ড. জাকির নায়েক ◈ চেয়ারের ছিদ্রে আটকে গেল নারীর আঙুল, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার — ভিডিও ভাইরাল ◈ এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম ◈ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়াকে খালাস দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ শান্ত‌কে অ‌ধিনায়ক ক‌রে আয়ারল্যান্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা ◈ গভর্নরের মর্যাদা মন্ত্রীর সমান করার উদ্যোগ: বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিতের প্রস্তাব ◈ বিপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করল বিসিবি 

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্ষা পেতে পুলিশের হাতে কামড়, ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসদরের সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বাইরের মাঠে একটি ঘরে মাদক সেবন ও কেনাবেচা হচ্ছিল। এমন তথ্যে ওই স্থানে অভিযান চালায় মির্জাপুর থানার একদল পুলিশ সদস্য।

[৩] পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে সেই ঘরে থাকা মাদকসেবী ও কারবারিরা। সেসময় ইয়ানূর (২৮) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে ধরতে সমর্থ হয় কনস্টেবল আশিক। কিন্তু পালিয়ে বাঁচতে ওই পুলিশ সদস্যের হাতের দুই জায়গায় কামড় বসিয়ে দেয় ইয়ানূর। তবুও শেষ রক্ষা হয়না, পালাতে পারেনি ইয়ানূর। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮টি ইয়াবা ট্যাবলেট।

[৪] প্রাথমিক চিকিৎসাশেষে আহত ওই পুলিশ কনস্টেবল বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে। তবে হাতে কামড়ের কারণে তাকে দুটি ইনজেকশন নিতে হয়েছে।

[৫] মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। বুধবার (৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী পুলিশ পরিদর্শক ফয়েজ আহমেদ। ইয়ানূর এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত ইয়ানূর (২৮) উপজেলার পৌর এলাকার পুষ্টকামুড়ী গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়