শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রক্ষা পেতে পুলিশের হাতে কামড়, ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসদরের সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের বাইরের মাঠে একটি ঘরে মাদক সেবন ও কেনাবেচা হচ্ছিল। এমন তথ্যে ওই স্থানে অভিযান চালায় মির্জাপুর থানার একদল পুলিশ সদস্য।

[৩] পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে সেই ঘরে থাকা মাদকসেবী ও কারবারিরা। সেসময় ইয়ানূর (২৮) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে ধরতে সমর্থ হয় কনস্টেবল আশিক। কিন্তু পালিয়ে বাঁচতে ওই পুলিশ সদস্যের হাতের দুই জায়গায় কামড় বসিয়ে দেয় ইয়ানূর। তবুও শেষ রক্ষা হয়না, পালাতে পারেনি ইয়ানূর। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৮টি ইয়াবা ট্যাবলেট।

[৪] প্রাথমিক চিকিৎসাশেষে আহত ওই পুলিশ কনস্টেবল বর্তমানে সুস্থ আছে বলে জানা গেছে। তবে হাতে কামড়ের কারণে তাকে দুটি ইনজেকশন নিতে হয়েছে।

[৫] মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। বুধবার (৮ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী পুলিশ পরিদর্শক ফয়েজ আহমেদ। ইয়ানূর এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। আদালতে তার বিরুদ্ধে আরও ৫টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত ইয়ানূর (২৮) উপজেলার পৌর এলাকার পুষ্টকামুড়ী গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়