শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সংক্রমন ঠেকাতে বিকল্প ব্যবস্থা

আসাদুজ্জামান বাবুল : মানুষ ও যানবাহন চলাচলের পথ বন্ধ করে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে মাঠে নেমেছে গ্রামবাসী। গতকাল সোমবার থেকে বিকল্প এ পথ বেছে নিয়েছে ওই এলাকার মানুষ। গত একমাস ধরে করোনা ভাইরাসে ঘন ঘন মানুষের মৃত্যু ও আক্রান্তের পরিমান বেড়ে যাওয়ায় এলাকার লোকজন নিজ উদ্দ্যেগে গোপালগঞ্জ জেলা শহরের প্রানকেন্দ্র বেদগ্রাম এলাকায় রাস্তার মাঝখানে বাঁশের খুটি পুতে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

[৩] করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বিকল্প এমন ব্যবস্থা গ্রহন করা হয়েছে এমন কথা উল্লেখ করে এলাকাবাসী বলেছেন, গোপালগঞ্জ জেলায় করোনা ভাইরাস ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ৪ মাসে করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৩০ জনেরমত মানুষ মারা গেছে ও প্রায় নয় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। স্থানীয় প্রশাসন কোনভাবেই রোধ করতে পারছেননা। সে কারনে আমরা এলাকাবাসী সর্ব সম্মতিক্রমে করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে এমন বিকল্প ব্যবস্থা গ্রহন করেছি।

[৪]করোনা ভাইরাস হতে মানুষকে রক্ষা করতে ফায়ার সার্ভিস অফিসসহ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া কতোটা যুক্তিসংগত বলে আপনি মনে করেন এমন এক প্রশ্নের উত্তরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাস সম্পর্কিত কোন তথ্য জানতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সঙ্গেঁ যোগাযোগ করুন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সঙ্গেঁ কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। মানুষ ও যানবাহন চলাচলের পথ বন্ধ করে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকানো যাবেনা। করোনা ভাইরাস রোধ কল্পে মানুষকে সচেতন হতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহারসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে পারলেই করোনা ভাইরাস হতে মানুষকে রক্ষা করা সম্ভব। তাই আসুন আমরা নিজ নিজ জায়গায় থেকে সরকারের নির্দেশনা মেনে চলি। এটাও আছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়