শিরোনাম
◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০ ◈ রাখাইনে আরো একটি শহর দখল করেছে আরাকান আর্মি ◈ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজউক

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ১০:৪৪ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সংক্রমন ঠেকাতে বিকল্প ব্যবস্থা

আসাদুজ্জামান বাবুল : মানুষ ও যানবাহন চলাচলের পথ বন্ধ করে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে মাঠে নেমেছে গ্রামবাসী। গতকাল সোমবার থেকে বিকল্প এ পথ বেছে নিয়েছে ওই এলাকার মানুষ। গত একমাস ধরে করোনা ভাইরাসে ঘন ঘন মানুষের মৃত্যু ও আক্রান্তের পরিমান বেড়ে যাওয়ায় এলাকার লোকজন নিজ উদ্দ্যেগে গোপালগঞ্জ জেলা শহরের প্রানকেন্দ্র বেদগ্রাম এলাকায় রাস্তার মাঝখানে বাঁশের খুটি পুতে মানুষ ও যানবাহন চলাচল বন্ধ করে দেন।

[৩] করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বিকল্প এমন ব্যবস্থা গ্রহন করা হয়েছে এমন কথা উল্লেখ করে এলাকাবাসী বলেছেন, গোপালগঞ্জ জেলায় করোনা ভাইরাস ব্যপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ৪ মাসে করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৩০ জনেরমত মানুষ মারা গেছে ও প্রায় নয় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। স্থানীয় প্রশাসন কোনভাবেই রোধ করতে পারছেননা। সে কারনে আমরা এলাকাবাসী সর্ব সম্মতিক্রমে করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে এমন বিকল্প ব্যবস্থা গ্রহন করেছি।

[৪]করোনা ভাইরাস হতে মানুষকে রক্ষা করতে ফায়ার সার্ভিস অফিসসহ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া কতোটা যুক্তিসংগত বলে আপনি মনে করেন এমন এক প্রশ্নের উত্তরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাস সম্পর্কিত কোন তথ্য জানতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের সঙ্গেঁ যোগাযোগ করুন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সঙ্গেঁ কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। মানুষ ও যানবাহন চলাচলের পথ বন্ধ করে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকানো যাবেনা। করোনা ভাইরাস রোধ কল্পে মানুষকে সচেতন হতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহারসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে পারলেই করোনা ভাইরাস হতে মানুষকে রক্ষা করা সম্ভব। তাই আসুন আমরা নিজ নিজ জায়গায় থেকে সরকারের নির্দেশনা মেনে চলি। এটাও আছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়