বিপ্লব বিশ্বাস : [২] রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ জনকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
[৩]গ্রেফতারকৃত ইজাজ বিন আলীম ১৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগাঠনিক সম্পাদক। অপর গ্রেফতারকৃতরা হলেন, হাসান আসিফ হোসেন (৩৫), মোঃ শরীফ ইসলাম (৩৫), ইমাম হোসেন প্রতিক ওরফে শুভ (২৪) ও মেহেদী হাসান অনিক (৩৫)।
[৪]এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১টি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ০১ টি বিদেশী কুড়াল, ১টি সুইচ গিয়ার চাকু ও ৩টি মোটরসাইকেল উদ্ধার উদ্ধার করা হয়।
[৫]হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরাম আলী মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন রোববার,রাত সোয়া এগারোটায় রায়ের বাজার রূপায়ন গ্রীন সিটির সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে রাজধানীতে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটন করে আসছিল। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।