শিরোনাম
◈ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ বনানীর আগে বাসে যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার ◈ লু’র সফরকে কেন্দ্র করে ওবায়দুল কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন: রিজভী ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ খালেদা জিয়ার বিরুদ্ধে সাবেক বাপেক্স এমডির সাক্ষ্য ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৪:০৮ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে স্কুল বন্ধ, ৮০ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীর বেতন নেই

দেবদুলাল মুন্না: [২] এ কথা গতকাল একটি বার্তা সংস্থাকে বলেন বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যাপক গোলাম মাহমুদুন্নবী ডলার। তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল সরকারের স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার। কিন্ত বাছাই করে আড়াই হাজারের কিছু বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্তর পরিবর্তনই বেশি হয়েছে। এখনো ননএমপিও ৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বেতন পাচ্ছেন না।

[৩] কোভিড সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে বন্ধ থাকা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে। ফলে বেসরকারি শিক্ষকরা রয়েছেন বিপাকে।

[৪]যদিও সরকারি প্রণোদনায় বেসরকারি শিক্ষকদের এককালীন মাত্র ৫ হাজার টাকা আর কর্মচারীদের আড়াই হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এই প্রণোদনা যথেষ্ঠ নয় বলে জানান একাধিক শিক্ষক।

[৫] এছাড়া কিন্টারগার্টেন, মাদ্রাসা,কারিগরি সব ধরণের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই বেতন অনিশ্চিত। কোথাও অর্ধেক হচ্ছে। কোথাও হচ্ছে না। শিক্ষার্থীদের কাছে ফোন যাচ্ছে বেতন পরিশোধের।

[৬] শিক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আমরা বেসরকারি শিক্ষকদের একটি ডাটাবেজ করছি। সেই অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিছু অর্থ প্রদান করার ব্যবস্থা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়