কূটনৈতিক প্রতিবেদক : [২] বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় প্রকৌশলী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অমিত চাকমা সর্বশেষ দুই মেয়াদে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও এর উপাচার্যের দায়িত্ব পালন করেন।
[৩] ১৯৫৯ সালে পার্বত্য চট্টগ্রামে তার জন্ম। বাংলাদেশে উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষে তিনি আলজেরিয়া সরকারের বৃত্তি নিয়ে সেখানে রাসায়নিক প্রকৌশল বিভাগ প্রথম স্থান লাভ করেন।
[৪] গবেষণার জন্য কানাডায় গিয়ে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থেকে রাসায়নিক প্রকৌশল বিষয়ে এমএএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
[৫] ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালগারির রাসায়নিক প্রকৌশল বিভাগে অধ্যাপক, ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব রেজিনায় রাসায়নিক প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই বাংলাদেশি বংশোদ্ভূত গবেষক। সম্পাদনা : খালিদ আহমেদ