শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স ও ইতালিতে ফিরতে শুরু করেছেন প্রবাসীরা

মহসীন কবির : [২]  ফ্রান্স ও ইতালি অনেকটাই নিয়ন্ত্রণে প্রাণঘাতী কোভিড-১৯।  বাংলাদেশসহ প্রবাসীরাও বিশেষ বিমানে ফিরতে শুরু করেছেন। অনেকে চলে গেছেন আবার যাওয়ার জন্য প্রস্ততি নিয়েছেন অনেকে। চ্যানেল২৪ ও সময় টিভি

[৩] ফ্রান্সে কোভিডের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের ওপর। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে দেশে আটকে পড়া প্রবাসীরা এরইমধ্যে ফ্রান্স ফিরতে শুরু করেছেন। ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে, তবে আক্রান্ত ও মৃত্যু এখনও অব্যাহত রয়েছে। কোভিড সঙ্কটের কারণে এরইমধ্যে বাংলাদেশিরা ফিরছে। এরইমধ্যে ৩টি চার্টার্ড ফ্লাইটে অনেক প্রবাসী বাংলাদেশি ফিরছেন।

[৪] এইসময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবাসী ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের প্রতিষ্ঠান খোলা হলেও আগের মত ক্রেতা নেই। তবে তাদের প্রত্যাশা আগের মতই ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে।

[৫] এদিকে কোভিড পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফেরায় ব্যস্ত ইতালি। বাংলাদেশি প্রবাসীরাও বিশেষ বিমানে ফিরতে শুরু করেছেন ইতালিতে। প্রায় ২ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৪ জন।

[৬] কোভিড কঠিন দিনগুলো ভুলে আবারও ছন্দে ফিরতে চায় প্রাচীন ঐতিহ্যের দেশ ইতালি। বাংলাদেশিরাও দেশ থেকে ফিরতে শুরু করেছেন ইতালিতে। বুধবার (১৭ জুন) দ্বিতীয় বিশেষ বিমানে করে ইতালি ফেরেন প্রায় ২৮৫ জন যাত্রী। দেশীয় বিমান অফিসের আন্তরিকতা এবং সার্বিক ব্যবস্থাপনায় খুশী প্রবাসীরা।

[৭] বাংলাদেশ থেকে আসা এক প্রবাসী বাংলাদেশি জানান, আমরা দেশ থেকে এসেছি আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের আসার প্রয়োজন ছিলো। বর্তমানে ইতালিকে নিয়ে স্বস্তিতে থাকলেও প্রবাসীরা বাংলাদেশের কোভিড পরিস্থিতি নিয়ে সংঙ্কিত। ইতালিতে বাস করা এক বাংলাদেশি প্রবাসী জানান, আমরা খুবই শঙ্কার মধ্যে ছিলাম, এখন খুবই ভালো আছি। সবাইকেই সরকারের নির্দেশনা মেনে চলা উচিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়