শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দূর্গাপুরে করোনা গোপন করে চিকিৎসা, শঙ্কায় পুরো হাসপাতাল

নেত্রকোনা প্রতিনিধি: [২] জেলার দূর্গাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা লুকিয়ে অন্য রোগের কথা বলে চিকিৎসা নেয়া নারীর মৃত্যুতে ঝুঁকিতে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী, স্টাফ, নার্স ও চিকিৎসকরা।

[৩] উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী রহিমা খাতুনের (৩৭) এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। গত শুক্রবার মৃত্যু হয় এবং পরীক্ষায় তার কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে।

[৩] হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তানজিরুল ইসলাম রায়হান জানান, গত ২৮ জুন রহিমা খাতুন নামে এক নারী ব্রঙ্কাইটিস রোগের কথা বলে হাসপাতালে ভর্তি হন। পূর্বে থেকে তিনি এই রোগে ভুগছিলেন। তিনদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরবর্তীতে ৩০ জুন তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার্ডও করা হয়। ওইদিনই জানতে পারি তার গায়ে জ্বর সহ করোনা উপসর্গ রয়েছে। সাথে সাথেই আমরা সন্দেহজনকভাবে নমুনা সংগ্রহ করে রাখি এবং তাকে ছাড়পত্র দেই। এদিকে রোগীটি ময়মনসিংহ না গিয়ে সোজা বাড়িতে চলে যান। পরে ওই দিন রাতেই তিনি মারা যান।

[৪] পরিবারের লোকজন আশপাশের এলাকাবাসী ও আত্মীয় স্বজন নিয়ে স্বাভাবিক নিয়মেই পরদিন ১ জুলাই জানাজা শেষে দাফন সম্পন্ন করে।

[৫] এদিকে শুক্রবার (৩ জুলাই) রাতে মৃত ওই নারীর করোনা পজিটিভ রেজাল্ট আসে। যে কারণে এখন সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

[৬] আরএমও আরও জানান, ২৩ জন নার্স রোস্টার করে ডিউটি করেছে। ৪ জন ডাক্তারও ছিলেন। এছাড়াও কত রোগী এবং তাদের স্বজন ছিল ওই তিনদিন। সবাইতো এখন আমরা শঙ্কায় আছি। রোগীর লোকজন জ্বরের কথা আগে জানালে আমরা সেইভাবে আইসোলেশন বেডে রেখে চিকিৎসা দিতাম। সকলেই সতর্কও থাকতো। নমুনাও আগেই নিতাম। তারপরও আমাদের সন্দেহ হওয়ায় আগে নমুনা নিয়ে রেখেছিলাম। এখন পুরো স্বাস্থ্য কমপ্লেক্স নয়, যারা দাফন কাফন এবং জানাজায় আসা যাওয়া করেছেন সকলেই অর্থাৎ উপজেলাটিই ঝুঁকিতে পড়েছে। এমতাবস্থায় পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি জানালেন হাসপাতালের সকলের নমুনা পরীক্ষা করাচ্ছি।

[৭] মৃতের পরিবার সূত্রে জানা যায়, দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়ে মঙ্গলবার রিলিজ দিলে ওইদিন রাত সাড়ে তিনটার দিকে রহিমা নিজ বাড়িতে মারা যান। তবে পরিবারের কেউ করোনায় সংক্রমিত থাকার বিষয়টি জানতেন না বলে জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়