তপু সরকার হারুন : [২] শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নব নির্মিত রাস্তা - ঝিনাইগাতী টু ভায়াডাঙ্গা সড়কের ওপর তৈরি দুপুরিয়া ব্রিজের বেহাল দশা। যে কোনো মহূর্তে কোন ভয়ানক বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর অভিযোগ ।
নির্মান সংস্থা নতুন ব্রিজ বুঝিয়ে দেয়ার ৩ মাসের মধ্যে মাঝখানে ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় এলাকাবাসীরা জানান ।
[৩] এ-যেমন মরণ ফাঁদ পরিনত-যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। ব্রিজের পূর্ব পাশে বড় এক গর্তের সৃষ্টি হয়েছে -যতটুকু দেখা যাচ্ছে অনেক ( বড়)গর্ত, মাটি সরে গিয়েছে এবং নদীন আর সিসি সাইট দেয়ালও ভেঙ্গে পড়ছে ।
দুপুরিয়া ও ঝিনাইগাতীর একাদিক লোকের একান্ত দাবী, ব্রিজটি সংস্কারের জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ।