শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১০:১২ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম টেস্টে থাকছেন না রুট, অধিনায়কত্বে স্টোকস

স্পোর্টস ডেস্ক: [২] বেশ কিছুদিন ধরে ব্রিটিশ গণমাধ্যমে গুঞ্জন চলছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টে দেখা যাবে না নিয়মিত অধিনায়ক জো রুটকে, যেখানে রুটের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার বেন স্টোকস। অবশেষে সত্যি হলো এমন গুঞ্জন। প্রথম টেস্টে খেলবেন না রুট, অধিনায়কত্বে আসছেন স্টোকস।

[৩] করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারই ফলশ্রুতিতে ৮ জুলাই থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ‘রাইস দ্য ব্যাট’ টেস্ট সিরিজ।

[৪] মাঠে ক্রিকেট ফিরলেও সহসায় মাঠে ফেরা হচ্ছে না ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুটের। ৮ জুলাই বুধবার সাউথ্যাম্পটনে হবে সিরিজের প্রথম টেস্ট। সন্তান সম্ভ্যাবা স্ত্রীর পাশে থাকতেই মিস করবেন প্রথম টেস্ট। রুট না থাকায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন জো রুটের ডেপুটি ও অলরাউন্ডার বেন স্টোকস।

[৫] এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। আজ ক্যাম্প ছাড়বেন রুট। ইংলিশ অধিনায়ক খেলতে পারবেন না প্রস্তুতি ম্যাচও। এমনকি দ্বিতীয় টেস্ট মিস করার শঙ্কাও ছিল। কারণ দলে ফেরার সময় তাকে সাত দিনের আইসোলেশনে থাকতে হবে।

[৬] যদিও ইসিবি জানিয়েছে, এই ব্যাটসম্যান দ্বিতীয় টেস্টের আগে ১৩ জুলাই যোগ দেবেন দলের সঙ্গে, ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটি শুরু হবে ১৬ জুলাই থেকে। ২০১৭ সালে রুট অধিনায়কত্ব পাওয়ার পর দুই দফায় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন স্টোকস। এবার প্রথমবার নেতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন এই অলরাউন্ডার। ৮১তম অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে টেস্টে নেতৃত্ব দেবেন স্টোকস। তার ডেপুটি হিসেবে থাকবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।

[৮] ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্টের সূচি:
প্রথম টেস্ট: ৮-১২ জুলাই, সাউদাম্পটন
দ্বিতীয় টেস্ট: ১৬-২০ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড
তৃতীয় টেস্ট: ২৪-২৮ জুলাই, ওল্ড ট্র্যাফোর্ড
-ইসিবি ওয়েব সাইড

  • সর্বশেষ
  • জনপ্রিয়