শিরোনাম
◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি” ◈ হলফনামায় তথ্য অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: এনসিপি প্রার্থী সারজিস আলম ◈ ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়’

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলবাড়ীতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

অমর চাঁদ গুপ্ত: [২] বৈশ্বিক করোনা মহামারী থেকে পৃথিবীর মানুষকে রক্ষার জন্য পূজা অর্জচনা শেষে খোল-কর্তাল ও শঙ্খ বাজিয়ে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির থেকে ধর্মপ্রাণ নারী ও পুরুষ ভক্তরা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ টেনে পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দিরে নিয়ে যান। সেখানে পূজা অর্চনাসহ ভক্তিকির্তন শেষে মন্দির চত্বরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ প্রতিস্থাপন করা হয়।

[৩] উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী জয়রাম প্রসাদ বলেন, বর্তমান কোভিড-১৯ প্রভাবের কারণে জনসমাগম এড়িয়ে সীমিত সংখ্যক নারী ও পুরুষ ভক্তদের নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার অনুষ্ঠান করা হয়েছে।

[৪] বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার কার্যকরী সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, বর্তমান অবস্থার বিবেচনায় উপজেলা প্রশাসন ও থানার অফিসার ইনচার্জকে অবগত করে অত্যন্ত সীমিত সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার আয়োজন করা হয়েছে। এতে বর্তমান কোভিড-১৯ হাত থেকে গোটা পৃথিবীর মানুষকে রক্ষার জন্য প্রার্থনা করা হয়। ইতোপূর্বে এক হাজারেরও অধিন সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ অংশ নেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়