শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরু নিয়ে দুশ্চিন্তায় পাবনার খামারি

আবুল কালাম:[২] আসন্ন কোরবানির ঈদের আর এক মাস বাকি থাকলেও মুখে হাসি নেই পাবনার হাজার হাজার খামারিদের। চিন্তার ছাপ তাদের আঁকড়ে ধরেছে। ধার-দেনা করে সারা বছর গরু লালন পালন করে কোভিডের এসব গরু, ছাগল, মহিষ বিক্রি করাই এখন দায় ।

[৩] পাবনা জেলার সদর, আটঘরিয়া, ঈশ্বরদী, সাঁথিয়া, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় সবচেয়ে বেশি খামার রয়েছে। এসব এলাকার প্রায় ৫০ হাজার ছোটবড় খামারী দেড় লাখ গরু, ছাগল, মহিষ ও ভেড়া মোটাতাজা করেন কোরবানি হাটে বিক্রির উদ্দেশ্যে। সারা বছর কষ্ট করে হলেও এসব পশু পালন করেন তারা।

[৪] বিগত কোরবানি ঈদগুলোতে ঈদের একমাস আগ থেকেই রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গ্রামে গ্রামে গরু কিনতে শুরু করেন।

[৫] কিন্তু এবার ঈদ আসলেও গরু কেনার কোন পার্টি নেই। দু একজন ব্যাপারী আসলে এক লাখ টাকার গরু দাম বলে ৫০ থেকে ৬০ হাজার টাকা।

[৬] জেলার পুষ্পপাড়া, একদন্ত, হাজিরহাট, কাশিনাথপুর, চতুরহাট, করমজা, বেড়া, ভাঙ্গুড়া ও চাটমোহরের মত বড় বড় পশুর হাটগুলিতে তেমন সাড়া নেই।

[৮] সদর উপজেলার চকউগ্রগড়, জোয়ারদহ, জয়কৃষ্ণপুর, গয়েশপুর, জালালপুর, শালাইপুর এলাকার খামারি শহিদ শেখ, আযম শেখ, আজিজল মল্লিক, তাজু প্রামানিক, মফিজ মন্ডল, আয়েজ উদ্দিন, হান্নান হুজুর জানান, ভ’ষি, খৈল, সয়াবিন, ভ’ট্টাসহ গো-খাদ্যের দাম বেশি হওয়ায় গরু লালন পালনে এবার খরচও একটু বেশি হয়েছে। তারপর যদি বিক্রি না করতে পারি তাহলে পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না খামারিদের।

[৯] পাবনা জেলাপ্রাণি সম্পদ কর্মকর্তা ড. আল মামুন জানান, খামারিদের হতাশ হওয়ার কোন কারন দেখি না। করোনার কারণে ভারত থেকে এবার কোন গরু আমদানি হচ্ছে না। দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটাতে হবে। সুতরাং খামারিরা তাদের তৈরি গরু ছাগল বিক্রি করেই বেশ লাভবান হবেন এমনটাই আশা করা যায়। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়