শিরোনাম
◈ দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ আজ ◈ ওবায়দুল কাদের ও সাদ্দাম হোসেনসহ পলাতক ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ ◈ ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প ◈ নির্বাচনী দায়িত্ব পালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের নির্দেশ ◈ এমআরএ নয়, ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স ও তদারকির দায়িত্বে থাকছে বাংলাদেশ ব্যাংক ◈ বিপিসির এলপিজি প্ল্যান্ট প্রকল্প ঝুলে থাকায় বেসরকারি সিন্ডিকেটের কাছে জিম্মি বাজার, বাড়ছে জনদুর্ভোগ ◈ ২০২৬ বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, আবেদন শুরু ◈ গ্রিনল্যান্ড দখল বিতর্কে নতুন মোড়, ইউরোপীয় পণ্যে ট্রাম্পের শুল্ক ঘোষণা ◈ আজ রোববার শেষ হচ্ছে আপিল শুনানি, আট দিনে প্রার্থীতা ফিরে পেল ৩৯৯ জন ◈ বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়া খলিফার পর্ণ ভিডিওগুলো মুছে ফেলতে ১৫ লাখ ভক্তের আবেদন

রাশিদ রিয়াজ : ২৭ বছরের মিয়া খলিফা মানুষের কাছে এখন আকুল আবেদন জানাচ্ছেন পর্ণছবিতে না ঝুঁকতে। ২১ বছরের সময় ১১টি পর্ণছবিতে অংশ নেয়ার পর যা তাকে আমৃত্যু দংশন করবে বলে জানিয়েছেন মিয়া খলিফা। তার পক্ষে ১৫ লাখ ভক্ত স্বাক্ষর করে ওই ১১টি পর্ণছবি সরিয়ে নিতে বলেছেন। ২০১৪ সালে তিন মাসের জন্যে এসব পর্ণছবিতে অভিনয় করেন মিয়া। এজন্যে তিনি পেয়েছেন ১২ হাজার ডলার। মিয়া খলিফার পর্ণছবিগুলোর কাটতি এখনো এত বেশি যে পর্ণহাব তা সরায়নি কারণ দর্শকরা প্রায়শঃ তা দেখতে চায়।

কিন্তু প্রবল অনুশোচনা পেয়ে বসেছে মিয়া খলিফাকে। যারা মনে করেন পর্ণছবিতে অংশ নিলেই মিলিয়ন ডলারের মালিক হওয়া যায় সে ধারণা ভুল বলে সাবধান করে দিচ্ছেন মিয়া সবাইকে। একটি পর্ণছবিতে ক্যাথলিক খ্রিস্টান ধর্মের অনুসারি মিয়া খলিফা মাথায় হিজাব পড়ে অংশ নেন বলে আইএস জঙ্গিরা তাকে মৃত্যুর হুমকি দেয়। মিয়া খলিফা এখন তার পর্ণছবিগুলো সরিয়ে ফেলতে চান কিন্তু তিনি একাছে ব্যর্থ। টিকটকে বলেছেন ওসব পর্ণ তার মনের ওপর তীব্র নেতিবাসক প্রভাব ফেলছে, মানসিকভাবে ভয়ঙ্কার পীড়নের মধ্যে রয়েছেন তিনি। বলেন, কয়েক লাখ লাখ মানুষ আমার জীবনের সর্বনিম্ন, সবচেয়ে বিষাক্ত ও সবচেয়ে অনাকাঙ্খিত কাজকে মনে পড়ার থেকে তা বরং মুছে যাওয়াই ভাল। ওসব ভিডিও স্মৃতি তাকে বিচ্ছিন্নভাবে আক্রমণ করছে।

মিয়া বলেন পর্ণছবিগুলো আমাকে জনসমক্ষে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি শান্তিপূর্ণ এক জীবন চাই। আমি চাইনা আর কোনো নারী পর্ণছবিতে অংশ নিক। তার ভক্তরা ‘জাস্টিস ফর মিয়া খলিফা’ ব্যানারে ওই ১১টি পর্ণছবি সরিয়ে নেয়ার আহবান জানান যেখানে মাত্র তিনদিনে ১৩ লাখ ৯২ হাজার সমর্থন জানান এবং তা এখন ১৫ লাখ ছাড়িয়ে গেছে। আবেদন তারা বলছেন মিয়াকে মানসিক অসুস্থতা থেকে সেরে উঠতে থেরাপি নিতে হচ্ছে, আবেগজনিত সমস্যা ও হুমকির পরিণতি তাকে এ অবস্থায় নিয়েছে যা থেকে আমরা তার মুক্তি চাই। আবেদনে সাড়া দেয়ার জন্যে মিয়া ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। স্টারইউকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়