সালেহ্ বিপ্লব : [২] রাহুল দ্রাবিড় ভারতের ব্যাটসম্যান শুধু নন, একজন সেরা ফিল্ডারও। ভারতীয় স্লিপ ফিল্ডিংয়ের বড় অস্ত্র ছিলেন তিনি। কখনও কখনও প্রয়োজনে উইকেটের পিছনেও দেখা দিয়েছেন। এনডিটিভি বাংলা
[৩] তবে তিনি সেরা ছিলেন শর্ট-লেট ও সিলি পয়েন্টে। বিশ্ব ক্রিকেটের নির্ভরযোগ্য হাত তিনি। রাহুল দ্রাবিড়ের সেই হাতে জমা পড়েছে বেশ কিছু অনবদ্য ক্যাচ। এতদিন পর সেই অনবদ্য সব ক্যাচের মালিককে আবার ক্রিকেটপ্রেমীদের সামনে তুলে আনলেন ভারতের স্পিনার হরভজন সিং। তিনি সতীর্থ এই ক্রিকেটারের একটি ভিডিও শেয়ার করেছেন।
https://twitter.com/i/status/1277818688393994241