শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঙালি হতে চাইছে পশ্চিমবঙ্গ বিজেপি

ডেস্ক রিপোর্ট : [২] বিজেপি যে শুধুমাত্র বাঙালিদেরই কথা বলে তা প্রমাণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি বাহিনী। তবে রাজ্যের রাজনৈতিক নিরিখে প্রথম থেকেই বিজেপিকে হিন্দি বলয় বা হিন্দিভাষীর পার্টি হিসেবে তকমা দিয়ে রেখেছে রাজ্যের অন্য রাজনৈতিক দলগুলো। আর সে কারণেই কেন্দ্রে তিন তিনবার বিজেপি ক্ষমতা ধরে রাখলেও পশ্চিমবঙ্গে এখনও সেভাবে হুল ফোটাতে পারেনি এ পদ্মবাহিনী।

২০১৪ সাল থেকে বিজেপি সমগ্র ভারতে প্রবল দাপট দেখাতে সক্ষম হলেও বঙ্গে এখনো সেভাবে ঝড় তুলতে পারেনি। তবে গত লোকসভা ভোটের নিরিখে দলটি পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ১৮ আসনে জয়লাভ করেছে। পাশাপাশি সবমিলিয়ে ৪০ শতাংশের মতো ভোট পেয়েছিল।

[৩] আগামী বছর অর্থাৎ ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। গত লোকসভা ভোটে এহেন অনুকূল পরিবেশ উপলব্ধি করে দলে বেশি করে অবাঙালি মুখ বাদ দিয়ে বাঙালিদের নেওয়ার কৌশল নিয়েছে বিজেপি।

দলটিতে সদ্যগঠিত রাজ্যকমিটি থেকে তিনজন অবাঙালি পদাধিকারীকে বাদ দেওয়া হয়েছে। যারা হলেন- রাজকুমারী কেশরী, মনোজ টিগ্গা ও বিজয় ওঝা। যাদের প্রত্যেকেই রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ সম্পাদক পদে ছিলেন।

[৪] তার বদলে রাজ্য বিজেপির ক্ষমতায় আনা হয়েছে শিবাজী সিংহ রায়, সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো বাঙালি নেতাদের। সবমিলিয়ে উঁচু থেকে নিচুতলার নেতৃত্বে বাঙালিদের প্রাধান্য দিচ্ছে বিজেপি। রাজ্য বিজেপির সূত্রে জানা যাচ্ছে, এ পরিকল্পনা আসলে কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে।

[৫] সাম্প্রতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাষণে বারবার বাঙালি আবেগ উঠে আসার বিষয়টা নজরে এসেছে। তাই দলের সর্বোচ্চ নেতৃত্বদের পদাঙ্ক অনুসরণ করেই পশ্চিমবাংলার উর্বর মাটিতে পদ্মফুল ফোটাতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ময়দানে নেমেছে বিজেপি বাহিনী। তবে এ পরিকল্পনা কতোটা ফলপ্রসূ হবে তা বোঝা যাবে পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের ফলাফলে।বাংলানিউজ, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়