শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তীরে টেনে নিয়ে রাথা হয়েছে ডুবন্ত লঞ্চ মর্নিং বার্ডকে [২] বিআইডব্লিউটিএ সমাপ্তি ঘোষণা করলেও উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিস

সুজন কৈরী : [৩] মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গার মাঝনদীর তলদেশ থেকে বিআইডব্লিউটিএর দূরন্ত জাহাজ দিয়ে তীরে টেনে নিয়ে রাখা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটিকে।

[৪] বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, ডুবে যাওয়া লঞ্চটি নদীর পাড়ে টেনে নিয়ে রাখা হয়েছে। সেখান থেকে পরে ডকইয়ার্ডে টেনে তোলা হবে। এছাড়া নিখোঁজ ব্যক্তির আত্মীয়-স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

[৫] এদিকে মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে এমভি মর্নিং বার্ড উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

[৬] তবে নিখোঁজদের উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশিষ বর্ধন বলেন, আমাদের ডুবুরি টিমের অভিযান চলবে। দিনরাত এ অভিযান চালানো হবে। আমাদের ধারণা যে, লঞ্চ ডুবির ঘটনায় আরও মরদেহ ভেসে উঠতে পারে।

[৭] তিনি বলেন, পানির গভীরে স্রোত রয়েছে। যদি মরদেহ থাকে, তাহলে তা স্রোতের কারণে দূরে সরে যেতে পারে। এজন্য আমাদের অভিযান চলবে। ডুবুরিরা কাজ করবে।

[৮] অপরদিকে সদরঘাটের লালকুটি টার্মিনালে হাসিব নামে এক যুবককে বিলাপ করে তার বাবাকে খুঁজতে দেখা গেছে। তিনি সাংবাদিকদের জানান, সোমবার একসঙ্গে আমার বাবা-মা ও ভাই লঞ্চে রওনা হয়েছিল। বিকালে মা হাসিনা রহমান ও ভাই সিফাতের লাশ পাওয়া গেলেও বাবা আবদুর রহমান বেপারীর হদিস এখনও পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়