শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তীরে টেনে নিয়ে রাথা হয়েছে ডুবন্ত লঞ্চ মর্নিং বার্ডকে [২] বিআইডব্লিউটিএ সমাপ্তি ঘোষণা করলেও উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিস

সুজন কৈরী : [৩] মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গার মাঝনদীর তলদেশ থেকে বিআইডব্লিউটিএর দূরন্ত জাহাজ দিয়ে তীরে টেনে নিয়ে রাখা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটিকে।

[৪] বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, ডুবে যাওয়া লঞ্চটি নদীর পাড়ে টেনে নিয়ে রাখা হয়েছে। সেখান থেকে পরে ডকইয়ার্ডে টেনে তোলা হবে। এছাড়া নিখোঁজ ব্যক্তির আত্মীয়-স্বজনরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

[৫] এদিকে মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে এমভি মর্নিং বার্ড উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।

[৬] তবে নিখোঁজদের উদ্ধার অভিযান চালাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশিষ বর্ধন বলেন, আমাদের ডুবুরি টিমের অভিযান চলবে। দিনরাত এ অভিযান চালানো হবে। আমাদের ধারণা যে, লঞ্চ ডুবির ঘটনায় আরও মরদেহ ভেসে উঠতে পারে।

[৭] তিনি বলেন, পানির গভীরে স্রোত রয়েছে। যদি মরদেহ থাকে, তাহলে তা স্রোতের কারণে দূরে সরে যেতে পারে। এজন্য আমাদের অভিযান চলবে। ডুবুরিরা কাজ করবে।

[৮] অপরদিকে সদরঘাটের লালকুটি টার্মিনালে হাসিব নামে এক যুবককে বিলাপ করে তার বাবাকে খুঁজতে দেখা গেছে। তিনি সাংবাদিকদের জানান, সোমবার একসঙ্গে আমার বাবা-মা ও ভাই লঞ্চে রওনা হয়েছিল। বিকালে মা হাসিনা রহমান ও ভাই সিফাতের লাশ পাওয়া গেলেও বাবা আবদুর রহমান বেপারীর হদিস এখনও পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়