শিরোনাম
◈ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র নির্দেশেই বাংলাদেশি সন্দেহে ওপারে পুশব্যাক করা হচ্ছে: মমতা ◈ বিশ্বকাপের আগে বাংলা‌দে‌শের আর কোনো ম্যাচ নেই, সবচেয়ে বেশি ভারতের ◈ বিলিয়ন ডলার ঋণে চা‌পে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টানা লোকসান পেরিয়ে মুনাফায় বাংলাদেশ স্যাটেলাইট-১: অর্ধেক সক্ষমতায়ই আয় বেড়ে স্থিতিশীল হচ্ছে বিএসসিএল ◈ মাহফুজ ও আসিফের বিরুদ্ধে মিছিল, নেতৃত্বে এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসির (ভিডিও) ◈ তফসিল ঘোষণার পর ইসির অধীনে যাবে যে সব দায়িত্ব ও ক্ষমতা ◈ যে কারণে এশিয়ার দেশে দেশে ভয়াবহ বন্যা, জানালেন বিজ্ঞানীরা ◈ ‘অপমানিত’ বোধ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি, মেয়াদের অর্ধেকেই পদ ছাড়তে চান: রয়টার্সকে প্রেসিডেন্ট সাহাবুদ্দিন ◈ লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর ◈ ৩৩ ঘণ্টা পর উদ্ধার হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারেকের আগ্রহে ৮০-৯০ দশকের ছাত্রদল নেতাদের সংগঠিত করছে বিএনপি

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রনেতাদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। সূত্র জানায়, ছাত্রদলের সোনালী যুগের এসব ছাত্রনেতাদেরকে একত্রিত করে তাদেরকে দলে মূল্যায়ন করা হবে। জেলা, উপজেলা, কলেজ বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে যারা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক, ভিপি কিংবা জিএস ছিলেন তাদের অধিকাংশই নানা কারণে নিষ্ক্রিয় রয়েছেন। তবে যারা বিএনপিকে এখনো ধারণ করে অন্য দলে যাননি তাদেরকে একত্রিত করা হবে। ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনসহ আরো কয়েকজন নেতাকে তথ্য সংগ্রহ করছেন।

[৩] জানা গেছে, পুরো বিষয়টি দেখছেন তারেক রহমান নিজেই। তার আগ্রহে জাতীয় নির্বাচনের আগে রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনিস্টিটিউশনে সারাদেশের সাবেক ছাত্রনেতাদের সমাবেশ করা হয়েছিলো। পরবর্তিতে চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ঘটনায় আন্দোলন, নির্বাচনের কারণে ওই কার্যক্রমটি তখন থেমে যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থগিত। এই সময়টিকে কাজে লাগতে চান তারেক রহমান।

[৪] তবে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগ্রহ রয়েছে সাবেক এই ছাত্রদনেতাদের সংগঠিত করে দলের দায়িত্বে নিয়ে আসা। তিন বছর আগে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলাম। তারপর আর এটাকে এগিয়ে নেয়া সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে মোবাইল ও ভার্চুয়াল মাধ্যমে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে।

[৫] বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, দলের নীতিনির্ধারনী পর্যায়ে সিদ্ধান্তের বিষয় তাই নিয়ে তেমন কিছু আমার জানা নেই। জানলে তখন জানাতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়