শিরোনাম
◈ খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে বন্ধ থাকবে যেসব সড়ক ◈ এবার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ৪ নেতা ◈ জ্বালাময়ী যে বক্তব্যের পর বেগম খালেদা জিয়াকে আর জনসমাবেশ করতে দেওয়া হয়নি (ভিডিও) ◈ এবার কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা ◈ রাজপথের সংগ্রাম থেকে ঘরোয়া স্নেহ—ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন ছিলেন ◈ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের তিন মেয়াদে আলোচিত ১০টি ঘটনা ◈ খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ◈ গণতান্ত্রিক সংগ্রামে অনন্য অনুপ্রেরণা ছিলেন খালেদা জিয়া—ড. কামাল ◈ খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের স্পিকার ◈ ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে হত্যা

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারেকের আগ্রহে ৮০-৯০ দশকের ছাত্রদল নেতাদের সংগঠিত করছে বিএনপি

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রনেতাদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। সূত্র জানায়, ছাত্রদলের সোনালী যুগের এসব ছাত্রনেতাদেরকে একত্রিত করে তাদেরকে দলে মূল্যায়ন করা হবে। জেলা, উপজেলা, কলেজ বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে যারা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক, ভিপি কিংবা জিএস ছিলেন তাদের অধিকাংশই নানা কারণে নিষ্ক্রিয় রয়েছেন। তবে যারা বিএনপিকে এখনো ধারণ করে অন্য দলে যাননি তাদেরকে একত্রিত করা হবে। ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনসহ আরো কয়েকজন নেতাকে তথ্য সংগ্রহ করছেন।

[৩] জানা গেছে, পুরো বিষয়টি দেখছেন তারেক রহমান নিজেই। তার আগ্রহে জাতীয় নির্বাচনের আগে রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনিস্টিটিউশনে সারাদেশের সাবেক ছাত্রনেতাদের সমাবেশ করা হয়েছিলো। পরবর্তিতে চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ঘটনায় আন্দোলন, নির্বাচনের কারণে ওই কার্যক্রমটি তখন থেমে যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থগিত। এই সময়টিকে কাজে লাগতে চান তারেক রহমান।

[৪] তবে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগ্রহ রয়েছে সাবেক এই ছাত্রদনেতাদের সংগঠিত করে দলের দায়িত্বে নিয়ে আসা। তিন বছর আগে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলাম। তারপর আর এটাকে এগিয়ে নেয়া সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে মোবাইল ও ভার্চুয়াল মাধ্যমে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে।

[৫] বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, দলের নীতিনির্ধারনী পর্যায়ে সিদ্ধান্তের বিষয় তাই নিয়ে তেমন কিছু আমার জানা নেই। জানলে তখন জানাতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়