শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারেকের আগ্রহে ৮০-৯০ দশকের ছাত্রদল নেতাদের সংগঠিত করছে বিএনপি

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাত্রনেতাদের খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। সূত্র জানায়, ছাত্রদলের সোনালী যুগের এসব ছাত্রনেতাদেরকে একত্রিত করে তাদেরকে দলে মূল্যায়ন করা হবে। জেলা, উপজেলা, কলেজ বিশ্ববিদ্যালয়ে ওই সময়ে যারা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক, ভিপি কিংবা জিএস ছিলেন তাদের অধিকাংশই নানা কারণে নিষ্ক্রিয় রয়েছেন। তবে যারা বিএনপিকে এখনো ধারণ করে অন্য দলে যাননি তাদেরকে একত্রিত করা হবে। ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনসহ আরো কয়েকজন নেতাকে তথ্য সংগ্রহ করছেন।

[৩] জানা গেছে, পুরো বিষয়টি দেখছেন তারেক রহমান নিজেই। তার আগ্রহে জাতীয় নির্বাচনের আগে রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনিস্টিটিউশনে সারাদেশের সাবেক ছাত্রনেতাদের সমাবেশ করা হয়েছিলো। পরবর্তিতে চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ঘটনায় আন্দোলন, নির্বাচনের কারণে ওই কার্যক্রমটি তখন থেমে যায়। বর্তমান করোনা পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম স্থগিত। এই সময়টিকে কাজে লাগতে চান তারেক রহমান।

[৪] তবে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগ্রহ রয়েছে সাবেক এই ছাত্রদনেতাদের সংগঠিত করে দলের দায়িত্বে নিয়ে আসা। তিন বছর আগে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছিলাম। তারপর আর এটাকে এগিয়ে নেয়া সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিতে মোবাইল ও ভার্চুয়াল মাধ্যমে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে।

[৫] বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, দলের নীতিনির্ধারনী পর্যায়ে সিদ্ধান্তের বিষয় তাই নিয়ে তেমন কিছু আমার জানা নেই। জানলে তখন জানাতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়