শিরোনাম
◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরের গুরুদাসপুরে মেয়ের মামলায় বাবা গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান :[২] নাটোরের গুরুদাসপুরে প্রেম করে পালিয়ে বিয়ে করার অপরাধে শিকলবন্দী সাদিয়া খাতুন নামে এক কিশোরীকে ২৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার নওপাড়া এলাকার কিশোরীর বাবার বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়।এ সময় তার অভিযোগের প্রেক্ষিতে সাদিয়ার বাবা সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার নওপাড়া মহল্লার দশম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া খাতুন তার সহপাঠী মাসুদ রানার সঙ্গে ৬ মার্চ পালিয়ে গিয়ে বিয়ে করে।

[৪] এরপর সাদিয়ার বাবা মাসুদ রানাসহ তার পরিবারের ১৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে। গত ৩০ মে গাজীপুরের কালিয়াকৈর থেকে কিশোর-কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

[৫] উদ্ধারের পর পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালত থেকে সাদিয়াকে তার বাবার হেফাজতে দেয়। এরপর সাদিয়ার বাবা তাকে বাড়িতে নিয়ে গিয়ে হাত ও পায়ে শিকলবন্দী করে ঘরে আটকে রাখে।

[৬] গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, বিষয়টি জানার পর বাড়িতে অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম শিমুকে উদ্ধার এবং বাবা সাইফুল ইসলামকে আটক করে গুরুদাসপুর থানায় আনা হয়। পরে শিমু বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে নির্যাতনের মামলা করলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়