শিরোনাম
◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব ◈ পহেলা অগ্রহায়ণ নববর্ষ পালনের ঘোষণা ডাকসুর

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরের গুরুদাসপুরে মেয়ের মামলায় বাবা গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান :[২] নাটোরের গুরুদাসপুরে প্রেম করে পালিয়ে বিয়ে করার অপরাধে শিকলবন্দী সাদিয়া খাতুন নামে এক কিশোরীকে ২৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার নওপাড়া এলাকার কিশোরীর বাবার বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়।এ সময় তার অভিযোগের প্রেক্ষিতে সাদিয়ার বাবা সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার নওপাড়া মহল্লার দশম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া খাতুন তার সহপাঠী মাসুদ রানার সঙ্গে ৬ মার্চ পালিয়ে গিয়ে বিয়ে করে।

[৪] এরপর সাদিয়ার বাবা মাসুদ রানাসহ তার পরিবারের ১৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে। গত ৩০ মে গাজীপুরের কালিয়াকৈর থেকে কিশোর-কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

[৫] উদ্ধারের পর পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালত থেকে সাদিয়াকে তার বাবার হেফাজতে দেয়। এরপর সাদিয়ার বাবা তাকে বাড়িতে নিয়ে গিয়ে হাত ও পায়ে শিকলবন্দী করে ঘরে আটকে রাখে।

[৬] গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, বিষয়টি জানার পর বাড়িতে অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম শিমুকে উদ্ধার এবং বাবা সাইফুল ইসলামকে আটক করে গুরুদাসপুর থানায় আনা হয়। পরে শিমু বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে নির্যাতনের মামলা করলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়