শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরের গুরুদাসপুরে মেয়ের মামলায় বাবা গ্রেপ্তার

মোস্তাফিজুর রহমান :[২] নাটোরের গুরুদাসপুরে প্রেম করে পালিয়ে বিয়ে করার অপরাধে শিকলবন্দী সাদিয়া খাতুন নামে এক কিশোরীকে ২৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার নওপাড়া এলাকার কিশোরীর বাবার বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়।এ সময় তার অভিযোগের প্রেক্ষিতে সাদিয়ার বাবা সাইফুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার নওপাড়া মহল্লার দশম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া খাতুন তার সহপাঠী মাসুদ রানার সঙ্গে ৬ মার্চ পালিয়ে গিয়ে বিয়ে করে।

[৪] এরপর সাদিয়ার বাবা মাসুদ রানাসহ তার পরিবারের ১৪ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করে। গত ৩০ মে গাজীপুরের কালিয়াকৈর থেকে কিশোর-কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

[৫] উদ্ধারের পর পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে আদালত থেকে সাদিয়াকে তার বাবার হেফাজতে দেয়। এরপর সাদিয়ার বাবা তাকে বাড়িতে নিয়ে গিয়ে হাত ও পায়ে শিকলবন্দী করে ঘরে আটকে রাখে।

[৬] গুরুদাসপুর থানার ওসি মো. মোজাহারুল ইসলাম জানান, বিষয়টি জানার পর বাড়িতে অভিযান চালিয়ে সাদিয়া ইসলাম শিমুকে উদ্ধার এবং বাবা সাইফুল ইসলামকে আটক করে গুরুদাসপুর থানায় আনা হয়। পরে শিমু বাদী হয়ে তার বাবার বিরুদ্ধে নির্যাতনের মামলা করলে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়