নূর মোহাম্মদ : [২] বিটিআরসি গ্রামিন ফোনের ওপর এ বিধিনিষেধ আরোপ করে। সোমবার গ্রামিন ফোনের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান এ তথ্য জানান।
[৩] বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
[৪] এর আগে গত ২১ জুন গ্রামীণফোনের ওপর দুটি বিধিনিষেধ আরোপ করে বিটিআরসি।
[৫] আগামী ১ জুলাই থেকে গ্রামিন ফোন আগাম অনুমোদন ছাড়া কোনো ধরনের নতুন সেবা, অফার বা প্যাকেজ দিতে পারবে না। এখনকার অফার অথবা প্যাকেজও আবার অনুমোদন করিয়ে নিতে হবে।
[৬] এ ছাড়া নম্বর ঠিক রেখে অপারেটর বদলে গ্রামিন ফোনের ক্ষেত্রে ‘লকিং পিরিয়ড’ হবে ৬০ দিন। অন্যদের ক্ষেত্রে যা ৯০ দিন। সম্পাদনা : খালিদ আহমেদ