শিমুল মাহমুদ : ৪৫ মিনিটে পাওয়া যাবে ফলাফল। [২] যক্ষ্মার নমুনা পরীক্ষায় ব্যবহৃত জেনেক্সপার্ট মেশিনে কোভিড-১৯ নমুনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের এমবিডিসি পরিচালক অধ্যাপক ডা. শামিউল ইসলাম।
[৩] তিনি বলেন, একটি নির্দিষ্ট কাঠি দিয়ে লালা সংগ্রহ করে টেস্ট কিটে বা কার্টিজে স্থাপন করলেই হলো। এতে নমুনা প্রক্রিয়াকরণ করতে সর্বোচ্চ ৫ মিনিট এবং ফলাফল পেতে ৪৫ মিনিট সময় লাগে।
[৪] সংশ্লিষ্টরাদের মতে, দুর্ঘটনায় আহত, জরুরি অপারেশন ও ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে দ্রুত টেস্ট করে হাসপাতালে ভর্তি করা যাবে। এছাড়া, সম্ভাব্য কোভিড-১৯ রোগী, যাদের অবস্থা খুবই গুরুতর, তাদেরও দ্রুত টেস্ট করে চিকিৎসার আওতায় আনা যাবে। জেলা-উপজেলা এবং বিভাগীয় পর্যায়ের মেশিন রয়েছে ২৭০ টি।
[৫] অধ্যাপক শামিউল বলেন, গ্লোবাল ফান্ড ইতোমধ্যে ১০ হাজার পরীক্ষা কিট দিয়েছে। আমাদের পক্ষ থেকে আরও ৩০ হাজার কিট চাওয়া হয়েছে। এছাড়া সরকারিভাবেও কিট কেনার প্রক্রিয়া চলছে।
[৬] এরইমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বক্ষব্যাধি ইন্সটিটিউটে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। শিগগিরই আরও ১০টি প্রতিষ্ঠানে জেনেক্সপার্ট মেশিনে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
[৭] অধিদপ্তরের মহাপরিচালকের অনুমিত সাপেক্ষে এমবিডিসির পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল ফান্ড এবং ইউএসএআইডিকে বাংলাদেশের জন্য ৩০ হাজার টেস্ট কিট বিনামূল্যে সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব