শিরোনাম
◈ সমমনাদের অসন্তোষ বাড়ছে, আসন বণ্টনে বিএনপি-র কঠিন সমীকরণ ◈ অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকলেও বাড়ছে দারিদ্র্য—সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ ২০২৬ ফিফা বিশ্বকাপ: ১২ গ্রুপে ৪৮ দল, একনজরে দেখুন কে কার প্রতিপক্ষ ◈ অবশেষে ‘শান্তি’ পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প ◈ খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ ◈ নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির নিজস্ব ইচ্ছা: প্রেস সচিব ◈ লা‌তিন - বাংলা সুপার কা‌পে ব্রাজিলের কাছে পরা‌জিত বাংলাদেশ ◈ ব্রিটেনে অবৈধ ডেলিভারি ড্রাইভার অভিযানে ৬০ জনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বাংলাদেশিও রয়েছেন আটক তালিকায় ◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে?

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০২:৫৮ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ হাজার ছাড়িয়েছে পুলিশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা

সুজন কৈরী: [২] গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের ২১২ জন সদস্য।

[৩] রোববার পর্যন্ত পুলিশ বাহিনীর ১০ হাজার ১৬০ জন সদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। শনাক্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ২৪৮ জন সদস্য রয়েছেন।

[৪] পুলিশ বলছে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করে আসছে বাংলাদেশ পুলিশ। যে কারণে সংক্রমিত হয়েছেন পুলিশ সদস্যরা। তবে তাদের মধ্যে পুলিশের ৬ হাজার ৪৫ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে প্রায় ৫ হাজার সদস্য আবারও কাজে যোগদান করেছেন। রোববার পর্যন্ত মারা গেছেন ৪০ জন পুলিশ সদস্য।

[৫] পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কোভিড-১৯ সংক্রমিতদের সংস্পর্শে আসায় ১০ হাজার ৩০০ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং ৪ হাজার ২২৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

[৬] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ সদস্যদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে শনাক্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে সংক্রমণের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হারও। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়