সুজন কৈরী: [২] গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের ২১২ জন সদস্য।
[৩] রোববার পর্যন্ত পুলিশ বাহিনীর ১০ হাজার ১৬০ জন সদস্য কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। যা একক পেশা হিসেবে সর্বোচ্চ। শনাক্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ২৪৮ জন সদস্য রয়েছেন।
[৪] পুলিশ বলছে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর শুরু থেকেই সম্মুখযোদ্ধা হিসেবে ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কাজ করে আসছে বাংলাদেশ পুলিশ। যে কারণে সংক্রমিত হয়েছেন পুলিশ সদস্যরা। তবে তাদের মধ্যে পুলিশের ৬ হাজার ৪৫ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে প্রায় ৫ হাজার সদস্য আবারও কাজে যোগদান করেছেন। রোববার পর্যন্ত মারা গেছেন ৪০ জন পুলিশ সদস্য।
[৫] পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কোভিড-১৯ সংক্রমিতদের সংস্পর্শে আসায় ১০ হাজার ৩০০ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং ৪ হাজার ২২৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
[৬] পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ সদস্যদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে শনাক্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রুষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশে সংক্রমণের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হারও। সম্পাদনা : খালিদ আহমেদ