রাজু চৌধুরী, চট্টগ্রাম: [২] নগরীর বাকলিয়া এলাকায় ০৩ (তিন) ছিনতাইকারী গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করেছে সিএমপি বাকলিয়া থানার পুলিশ।
[৩] রোববার (২৮ জুন) পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার হওয়া মোঃ জাবেদুল আলম (২৫) নামে একজনের মামলার তদন্তে নেমে অভিযান চালিয়ে ছিনতাইকাীদের গ্রেপ্তার করে।
[৪] জানা যায়, ২৫ জুন রাত অনুমান ১০.৩০ ঘটিকার বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সেতুর উত্তর পাশে পুলিশ বক্সের অনুমান ৪০ গজ দক্ষিণে ব্রীজের উপর ০৩ জন ব্যক্তি তার পথরোধ করে গলায় ছুরি ধরে, মেরে জখম করে সাথে থাকা ৫,০০০/-(পাঁচ হাজার) টাকা এবং এমআই রেডমি ৬এ মডেলের মোবাইল ফোন যার মূল্য-৮,০০০/- টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে ২৬ জুন মোঃ জাবেদুল আলম (২৫) বাদী হয়ে বাকলিয়া থানায় এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ বাকলিয়া থানার মামলা নং-১৭, তারিখ-২৬/০৬/২০২০২ খ্রিঃ, ধারা- ৩৯৪ দঃ বিঃ রুজু করেন।
[৫] অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন-পিপিএম এর নেতৃত্বে গঠিত বাকলিয়া থানা পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই ঘটনার সাথে জড়িত আসামি মোঃ ফারুক হোসেন(২৪), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- মোছাম্মৎ ছকিনা বেগম, সাং- রঘুরামপুর শহীদ চেয়ারম্যান বাড়ী, পশ্চিম পাড়া, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা। নুরুল আমিন(২০), পিতা-নুরুল আলম, সাং-চান মিয়া পাড়া, ফজল করিমের বাড়ী, বড়কুপ, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার। মোঃ ইমন(১৯), পিতা- মোঃ ফয়েজ মিয়া, সাং- নোয়াকান্দি, চন্নু মাস্টারের বাড়ী, থানা-দেবিদ্বার, জেলা- কুমিল্লা।
[৬] ওসি নিজাম উদ্দিন জানান, আসামিরা স্বীকার করেছে, সন্ধ্যার পর থেকে অন্ধকারে শাহ আমানত ব্রীজের উপর রাতের অন্ধকারে ঘাপটি মেরে থাকা স্বল্প গতির যানবাহন, বাই সাইকেল আরোহী এবং পথচারীদেরকে টার্গেট করে ছিনতাই করে আসছিল। তাদের দলের সাথে আরো ০৩ (তিন) জন ছিনতাইকারী দূরবর্তী স্থানে অবস্থান নিয়ে পথচারী এবং পুলিশের গতিবিধি লক্ষ্য করে। ওসি আরো জানান, আসামিদের আদালতে প্রেরণ করলে তারা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান এর আদালতে অপরাধের দায় স্বীকার করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।