শিরোনাম
◈ আসন সমঝোতা নিয়ে চরম বিপাকে জামায়াত, ৩৪৮ আসন চায় শরিকরা ◈ নতুন নেতৃত্বের অপেক্ষা: বিদায় চান শিবির সভাপতি জাহিদুল, কে ধরছেন হাল? ◈ তারেক রহমানের দেশে ফেরা কেন ভারতের জন্য সুসংবাদ? যা বলল ইন্ডিয়া টুডে ◈ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে যা বললেন কংগ্রেস নেতা শশী থারুর (ভিডিও) ◈ রাজবাড়ীতে গণপিটুনিতে একজন নিহতের ঘটনায় বিবৃতি ◈ বাসায় ফিরেছেন তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ ◈ পে স্কেল নিয়ে নতুন কর্মসূচির পথে সরকারি কর্মচারীরা ◈ ১৬ মিনিটের সম্পূর্ণ বক্তব্যে যা বললেন তারেক রহমান (ভিডিও) ◈ এবার ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ◈ অসুস্থ মাকে দেখে গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় : ১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬৩ শতাংশ, গতবারের চেয়ে ১৯.৩৮ শতাংশ কম

সাইদ রিপন : [২] চলতি (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (আরএডিপি) প্রকল্পগুলোর মে মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। চলতি মাসের ১৮ তারিখে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

[৩] কার্যপত্র থেকে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৫টি বিনিয়োগ প্রকল্প আর ২টি কারিগরি সহায়তা প্রকল্প। এই ৭টি প্রকল্পের জন্য মোট ২৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২৩৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্যের পরিমাণ ৫২ কোটি টাকা।

[৪] চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত এই ৭টি প্রকল্পে অনুকূলে বরাদ্দের বিপরীতে মোট অবমুক্ত হয়েছে ২৬৩ কোটি টাকা। এর মধ্যে প্রকৃত ব্যয় হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা যা মোট বরাদ্দের ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং অবমুক্তির ৭১ দশমিক ৪৬ শতাংশ।

[৫] সভায় আরও উল্লেখ করা হয়, মে মাস পর্যন্ত জাতীয় অগ্রগতি হয়েছে ৪৯ দশমিক ১৩ শতাংশ এবং গত বছরের একই সময় এ মন্ত্রণালয়ের অগ্রগতি হয়েছিল ৮২ দশমিক ৩২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়