শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় : ১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬৩ শতাংশ, গতবারের চেয়ে ১৯.৩৮ শতাংশ কম

সাইদ রিপন : [২] চলতি (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (আরএডিপি) প্রকল্পগুলোর মে মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। চলতি মাসের ১৮ তারিখে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

[৩] কার্যপত্র থেকে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৫টি বিনিয়োগ প্রকল্প আর ২টি কারিগরি সহায়তা প্রকল্প। এই ৭টি প্রকল্পের জন্য মোট ২৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২৩৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্যের পরিমাণ ৫২ কোটি টাকা।

[৪] চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত এই ৭টি প্রকল্পে অনুকূলে বরাদ্দের বিপরীতে মোট অবমুক্ত হয়েছে ২৬৩ কোটি টাকা। এর মধ্যে প্রকৃত ব্যয় হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা যা মোট বরাদ্দের ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং অবমুক্তির ৭১ দশমিক ৪৬ শতাংশ।

[৫] সভায় আরও উল্লেখ করা হয়, মে মাস পর্যন্ত জাতীয় অগ্রগতি হয়েছে ৪৯ দশমিক ১৩ শতাংশ এবং গত বছরের একই সময় এ মন্ত্রণালয়ের অগ্রগতি হয়েছিল ৮২ দশমিক ৩২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়