শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় : ১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬৩ শতাংশ, গতবারের চেয়ে ১৯.৩৮ শতাংশ কম

সাইদ রিপন : [২] চলতি (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (আরএডিপি) প্রকল্পগুলোর মে মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। চলতি মাসের ১৮ তারিখে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

[৩] কার্যপত্র থেকে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৭টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৫টি বিনিয়োগ প্রকল্প আর ২টি কারিগরি সহায়তা প্রকল্প। এই ৭টি প্রকল্পের জন্য মোট ২৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২৩৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্যের পরিমাণ ৫২ কোটি টাকা।

[৪] চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত এই ৭টি প্রকল্পে অনুকূলে বরাদ্দের বিপরীতে মোট অবমুক্ত হয়েছে ২৬৩ কোটি টাকা। এর মধ্যে প্রকৃত ব্যয় হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা যা মোট বরাদ্দের ৬২ দশমিক ৯৪ শতাংশ এবং অবমুক্তির ৭১ দশমিক ৪৬ শতাংশ।

[৫] সভায় আরও উল্লেখ করা হয়, মে মাস পর্যন্ত জাতীয় অগ্রগতি হয়েছে ৪৯ দশমিক ১৩ শতাংশ এবং গত বছরের একই সময় এ মন্ত্রণালয়ের অগ্রগতি হয়েছিল ৮২ দশমিক ৩২ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়