শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোগ প্রতিরোধক্ষমতা কমায় করোনাভাইরাস

ডেস্ক রিপোর্ট : [২] শুরুর দিকে করোনাভাইরাসকে শ্বাসযন্ত্রের আরেকটি রোগ হিসেবেই ভেবেছেন অনেকে। কিন্তু ভাইরাসটি শুধু ফুসফুসকেই নয়, এটি মানুষের কিডনি, হূদযন্ত্র ও সংবহনতন্ত্রকে আক্রমণ করে। এমনকি ভাইরাসে আক্রান্ত হলে আমাদের ঘ্রাণশক্তি ও স্বাদও লোপ পেতে থাকে।

[৩] এখন গবেষকরা আরেকটি ভীতিকর তথ্য আবিষ্কার করেছেন। হাসপাতালে ভর্তিকৃত অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায়, তাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাই ভেঙে পড়েছে। কেন এমনটি ঘটছে? নির্দিষ্ট কিছু কোষের হ্রাস ঘটলেই শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হুমকির মুখে পড়ে। গবেষকরা এ সমস্যাটির সঙ্গে মরণব্যাধি এইচআইভির সাদৃশ্য দেখছেন।

[৪] গবেষকরা বলছেন, একটি জনপ্রিয় চিকিৎসা গুরুতর অসুস্থ রোগীদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারে, যদিও এটি বহু মানুষকে ক্ষতির মুখে ঠেলে দেবে। চিকিৎসকরা বরং ভিন্ন উপায় খুঁজছেন। কভিডে আক্রান্ত হওয়ার পর খুবই কমসংখ্যক শিশু কেন অসুস্থ হয়, সেই কারণ খুঁজছেন তারা। তারা ধারণা করছেন, একাধিক ওষুধের মিশ্রণ দিয়েই করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা যাবে, যেমনটি হয়েছিল এইচআইভির ক্ষেত্রে।

[৫] কভিড আক্রান্ত মানুষের ইমিউন সিস্টেম নিয়ে কাজ করা পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট ড. জন হুইয়ারি জানান, গবেষণা যতই বাড়ছে ততই তারা দেখতে পাচ্ছেন, ভাইরাসটির বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক জটিলতা ধারণ করছে। গত মাসে ড. হুইয়ারি ও তার সহকর্মীরা জানান, ইমিউন সিস্টেমের একটি নির্দিষ্ট মাত্রা গুরুতর অসুস্থ রোগীকে সমস্যায় ফেলতে পারে, তারা ভাইরাসের সঙ্গে লড়াই করা শরীরের টি-কোষ হারাতে থাকেন। আরেকটি ভিন্ন গবেষণায় তারা দেখতে পান, সমীক্ষার আওতায় আনা ৭১ রোগীর মধ্যে ৩০ জনের শরীরেই টি ও বি কোষ অকার্যকর হয়ে পড়ে, যে কোষ ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখতে সাহায্য করে।

নিউইয়র্ক টাইমস, প্রিয়ডটকম, বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়