ইসমাঈল ইমু : [২] কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, ঘুমধুম বিওপি’র সদস্যরা জানতে পারে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
[৩] পরে ঘুমধুম বিওপি’র একটি টহল দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র নওয়াপাড়া নামক স্থানে ফাঁদ পেতে থাকে। সকাল ১০টার দিকে পাচারকারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি বিস্কুটের কার্টুন ফেলে দৌড়ে পাহাড়ী জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পএসময় কার্টুনের ভিতর থেকে ৫ কাট (প্রতি কাটে ১০ হাজার পীস হিসেবে) ৫০ হাজার পীস বার্মিজ ইয়াবা জব্দ করে। যার সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
[৪] গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ বিজিবি টহলদল ৫০ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের বার্মিজ ইয়াবাসহ ২৮৭ জনকে আটক করেছে।