শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেয়ারবাজার ধীরে ধীরে স্বাভাবিক হবে, বলছেন অর্থনীতিবিদরা

মিনহাজুল আবেদীন : [২] কোভিড-১৯ এর কারণে লেনদেনের গতি হারিয়েছে দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গড় লেনদেন ৫০ কোটি টাকার কাছাকাছি নেমে এসেছে। বাংলাট্রিবিউন

[৩] গত সপ্তাহে ৩৭৫ কোটি টাকা ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা।

[৪] এ প্রসঙ্গে তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ‘হুট করে বড় উত্থান, বা হুট করে বড় পতন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। সে কারণে বাজার ধীরে ধীরে স্বাভাবিক হওয়া দরকার।’

[৫] বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০টির। আর ২৮৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

[৬] এ প্রসঙ্গে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, ‘বাজার ধীরে ধীরে স্বাভাবিক হলে বিনিয়োগকারীদের মনে আশার সঞ্চার হয়। তবে সুশাসন থাকলে এই বাজার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে।’ তবে কালো টাকা শর্তহীনভাবে শেয়ারবাজারে আসার সুযোগ দেওয়া হলে বাজার দ্রæত স্বাভাবিক হবে।

[৭] তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়