জিএম মিজান : [২] শুক্রবার দুপুর ১২টায় ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওমর ফারুক খাঁন (৫১) হয়েছে বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিআরটিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।
[৩] কোভিড আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ্য ওমর ফারুককে কয়েকদিন আগে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে তাকে ঢাকার ইমপালস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
[৪] নিহত ওমর ফারুক খাঁন বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের মৃত আঃ ছাত্তার খাঁন এর ছেলে। তিনি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, অবিভক্ত সদর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। বগুড়ায় কোভিড-১৯ বিএনপির জেলা নেতার এটাই প্রথম মৃত্যু।
[৫] ওমর ফারুককের মৃত্যুতে বগুড়া জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপিসহ অঙ্গদলের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন ও বিবৃতি দিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ