শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ সংক্রমন থেকে জীবন বাচাঁতে গভীর জঙ্গলে চলে যাচ্ছে আমাজানের আদিবাসীরা

শাহীন খন্দকার :[২] ব্রাজিলের আমাজান নগরীতে হানা দিয়েছে কোভিড-১৯ সংক্রমনভাইরাস। আর এই ভাইরাস থেকে বাঁচতে জনপদের কাছাকাছি থাকা আদিবাসী নৃ-তাত্বিক গ্রামগুলো এখন ফাঁকা হয়ে যাচ্ছে। সেখানকার হাজার হাজার আদিবাসীরা গভীর জঙ্গলে চলে যাচ্ছে।

[৩] আমাজনের আদিবাসীদের তেমনই একটি গ্রাম ক্রুজইরিনহো। সেই গ্রাম এখন ফাঁকা।কোভিড-১৯ বৈশি^কমহামারির থেকে নিজেদের রক্ষার্থে ওই গ্রামের সবাই আমাজনের গভীরে চলে গিয়েছেন এবং যাচ্ছেন। আরেকটি গ্রাম উমারিয়াকাও। উমারিয়ার আদিবাসীদের অবস্থা প্রায় একই রকম।

[৪] ক্রুজইরিনহো থেকে সেখানে নৌকায় যেতে সময় লাগে প্রায় এক সপ্তাহ। সেখানে মিজুরানা সম্প্রদায় উপজাতিদের বসবাস রয়েছে। উল্লেখিত গ্রামের মোট ৩২ টি পরিবারের মধ্যে ২৭ টি পরিবার ইতিমধ্যে আরও গভীর জঙ্গলে চলে গিয়েছে।

[৫] দেখা গেছে, পেরু ও কলম্বিয়া সীমান্তের কাছে থাকা উত্তর ব্রাজিলের পাঁচ হাজার হেক্টর এলাকা জুড়ে ছড়ানো আদিবাসী গ্রামগুলি প্রায় ফাঁকা হয়ে গেছে।

[৬] ব্রাজিলের ইনডিজেনাস পিপলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এখনো পর্যন্ত আমাজনের সাত হাজার সাতশো জন আদিবাসী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৩৫০ জন। তথ্য সুত্র যমুনা টিভি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়