শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ২৬ জুন, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা দুই হারের পর জয়ে ফিরলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে বন্ধ ছিলো ইংলিশ লিগ। পরিবেশ কিছুটা অনুকুলে আসায় ইংলিশ প্রিমিয়ার লিগ পুণরায় শুরু হলেও হালে পানি পাচ্ছিলো না আর্সেনাল। ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাওয়ান দলটি টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে। বৃহস্পবিার রাতে।

[৩] সাউথ্যাম্পটনের মাঠে ২-০ গোলে জেতা আর্সেনাল ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে আর্সেনাল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা লিগ পুনরায় শুরুর পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ২-১ গোলে হেরেছিল তারা।

[৪] সাউথ্যাম্পটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান পক্ষে ছিল না আর্সেনালের। আগের পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছিল তারা। এর সঙ্গে যোগ হয়েছিল দুই ম্যাচে হারের অস্বস্তি।

[৫] জয়ে ফেরার তাড়নায় মাঠে নামা আর্সেনাল শুরু থেকে খেলে গোছালো ফুটবল। অষ্টম মিনিটে বুকায়ো সাকা জাল খুঁজে নিলেও অফসাইডের কারণে গোল হয়নি। দুই মিনিট পর ভাগ্যের ফেরে আর্সেনালের আরেকটি সুযোগ নষ্ট হয়, সতীর্থের লম্বা পাস ধরে ডি-বক্সে ঢুকে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের শট ক্রসবারের ভেতরের দিকে লেগেও বাইরে যায়।

[৬] গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। একটি ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে অ্যালেক্স ম্যাকার্থি দুর্বল শট নেন। সামনে থাকা আর্সেনালের এডি এনকেটিয়ার পায়ে লেগে বল ছুটতে থাকে গোলমুখে। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডই দৌড়ে গিয়ে টোকায় জালে জড়িয়ে দেন।৮৫ মিনিটে দ্বিতীয় ও শেষ গোল করেন জো উইলক । তথ্যসূত্র, বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়