কবে আমি এসেছিলাম, জীবনের সিংহদ্বারে
বাঁশীটা বাজিয়েছিলাম, ভুবনের গভীর সুরে।
এই মন মিলিয়েছিলাম, হাজারো মনের সাথে
জড়িয়ে ছিলাম সবার, সুখে দুঃখে বেদনাতে।
এভাবেই কেটে গেছে, জীবনের আধেক সময়
কেবলি বলে এ মন, দেরী নয় আর দেরী নয়।
চুকিয়ে দিতেই হবে, পৃথিবীর সমস্ত ঋণ
শূন্য হাতে যাব চলে, আসলে শেষের সে দিন।
বইছে উতল হাওয়া, হৃদয়ের গহন কোণে
আষাঢ়ের ঢল নেমেছে, এই মনে সংগোপনে।
অলখের মোহন বাঁশী, সুর তার কেউ শোনেনি
নিরবে দোলায় আমায়, সে সুরের মধুর বাণী।
সে গানের পথটি ধরেই, ভাসবো জীবন স্রোতে
একদিন মিলাবো মন, পরমের মনের সাথে।
সে মিলনে বাজবে প্রাণে, অমরার অমৃত গান
মরণের কাছে যাব, ভুলে সব মান অভিমান।