আনিস তপন : [২] বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত অনলাইন সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কর্মকর্তাদের এসময় বিভিন্ন দিক নির্দেশনা দেন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
[৩] মন্ত্রণালয়ের অধীনে মর্ডান ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রকল্পসহ বিশ্ব ব্যাংকের সহযোগিতায় আশুগঞ্জ, মধুপুর, ময়মনসিংহে চলমান তিনটি সাইলো নির্মাণ প্রকল্প বিষয়ে বিস্তারিত জেনে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
[৪] প্রকল্প বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের কোনও এ্যাকশন প্ল্যান নেই এবং প্রকল্পের কাজে ধীর গতি বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এ্যাকশন প্ল্যান, একটা স্ট্রাটেজিক প্ল্যান এবং রোডম্যাপ থাকা দরকার। কোন কাজ কখন, কোন সময়ের মধ্যে করতে হবে তা সুস্পষ্টভাবে প্রকল্প বাস্তবায়নসহ সার্বিক বিষয় সুষ্ঠভাবে সম্পাদনের জন্য পরিকল্পনায় থাকতে হবে।
[৫] এসময় তিনি, খাদ্য অধিদপ্তরের আরসি ফুড, ডিসি ফুডদেরও খাদ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিটি প্রকল্পের কাজ মনিটরিংয়ের নির্দেশ দেন। তিনি বলেন, লক্ষ্য ও মান নিয়ন্ত্রণ করে কাজগুলো হচ্ছে কিনা সেদিকে প্রকল্প পরিচালকদের পাশাপাশি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদেরও লক্ষ্য রাখতে হবে।
[৬] সারাদেশের সব বিভাগে একটি করে ল্যাবরেটরী স্থাপরে বিষয়ে মন্ত্রী জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, ইতিমধ্যেই পাঁচটি বিভাগে পাঁচটি ল্যাবরেটরী প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে চলছে। সম্পাদনা : রায়হান রাজীব