আনিস তপন : [২] বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানায় দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
[৩] এতে বলা হয়েছে, বুধবার পর্যন্ত দেশের ৬৪ জেলা প্রশাসনকে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। এরমধ্যে বিতরণ হয়েছে এক লাখ ৮৪ হাজার ১২২ মেট্রিক টন চাল। সরাসরি উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৭৬৭ এবং এতে উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৬৫০ জন ।
[৪] এসময় নগদ টাকা বরাদ্দ হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। যার মধ্যে বিতরণ হয়েছে ৮৬ কোটি ৪৫ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৯৫ লাখ ৭৯ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা চার কোটি ২৩ লাখ ৭৯ হাজার জন।
[৫] শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৪ কোটি ২১ লাখ ১৯ হাজার ৬০৬ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৭৭ হাজার ৫২৫ টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৬ লাখ ১৮ হাজার ৪২১ জন । সম্পাদনা : রায়হান রাজীব