মো. রাইসুল, কামারখন্দ প্রতিনিধি : [২] সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় যৌতুক না পেয়ে নির্যাতন করে গৃহবধুকের হত্যার অভিযোগে কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।
[৩] শুক্রবার (১৯ জুন) উপজেলার ঝাঐল ইউনিয়নে সুমাইয়া খাতুন সুরভি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় সুরভির ভাই আবু হানিফ সরকার (২০ জুন) শনিবার বাদী হয়ে হত্যা মামলা করেন।
সুরভি উপজেলার পাইকোশা গ্রামের মৃত আব্দুল হালিম মুন্সির মেয়ে ও একই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
[৪] মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের মো. আবু তালহার ছেলে মো. ইসমাইল হোসেনের (২১) সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আব্দুল হালিম মুন্সির মেয়ে সুমাইয়া খাতুন সুরভীর (১৯) বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সুরভীকে নানাভাবে নির্যাতন করতো ইসমাইল’সহ তার পরিবার। শুক্রবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে যৌতুকের দাবিতে সুরভীকে মারপিট করার এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। এ ঘটনা অন্যখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে পরিবারের লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সুরভীর লাশ রেখে পালিয়ে যায়।
[৫] সুরভীর ভাই আবু হানিফ সরকার জানান, বিয়ের পর থেকেই ২ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতো। এছাড়া, দেড় ভরি স্বর্ণের জন্য ইসমাইল’সহ ওর শশুর বাড়ির লোকজন সুরভিকে মাঝে মাঝে নির্যাতন করতো। নির্যাতনের এক পর্যায়ে তারা আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
[৬] কামারখন্দ থানার (তদন্ত ওসি) পলাশ চন্দ্র দেব জানান, সুমাইয়া খাতুন সুরভির বড় ভাই আবু হানিফ সরকার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে একই সাথে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। সম্পাদনা : হ্যাপি