শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইএমএফ জানিয়েছে আগামী বছর দেশের প্রবৃদ্ধি বাড়বে ৬ শতাংশ হারে

বিশজিৎ দত্ত : [২] আইএমএফ জুন মাসে প্রকাশিত রিপোর্টে প্রবৃদ্ধির ফোরকাস্ট করেছে ৬ শতাংশ। মে মাসের রিপোর্টে এটি ছিল ৯ দশমিক ৫ শতাংশ। নতুন প্রকাশিত রিপোর্টে আগের হার থেকে কম বৃদ্ধি ধরা হয়েছে ৩ দশমিক ৫ শতাংশ। তবে চলতি অর্থবছরের বৃদ্ধিও হার ২ শতাংশ হবে বলে যে আগের রিপোর্টে বলা হয়েছিল তা এবারেও ঠিক রয়েছে।

[৩]আইএমএফের রিপোর্টে বলা হয়, কোভিড অতিমারিতে আভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে যাওয়া, রেমিটেন্স ও গার্মেন্ট এক্সপোর্ট কমে যাওয়ায় বাংলাদেশের বৃদ্ধি কমে গেছে।

[৪] সংস্থাটি বাংলাদেশের স্বাস্থ্যখাতে এই মুহুর্তে শুধুমাত্র ক্লিনিকেল যন্ত্রপাতি ক্রয়ের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করেছে। তারা মনে করে অতিমারিতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাংলাদেশ গভীর সংকটে পড়েছে। তারা ৭৫০ মিলিয়ন ডলার সাহায্য অনুমোদন করেছে বাংলাদেশের জন্য। অন্যান্য সাহায্য সংস্থাকে স্বাস্থ্য ও শিক্ষায় সাহায্য করার জন্য এগিয়ে আসতে বলেছে।

[৫] সংস্থাটি বাংলাদেশের ব্যায়ের স্বচ্ছতা, জবাবদিহীতা ও গুডগর্ভনেন্স নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা সাহায্যের বিনিময়ে প্রতিশ্রুতি আদায় করেছে যে অতিমারির পরে ১ বছরের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক সাহায্যের একটি অডিট রিপোর্ট সরকার প্রকাশ করবে।

[৬]আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ বলেন, কোভিডে বিশ্ব অর্থনীতি আগের চেয়েও খারাপ যাবে। প্রবৃদ্ধি হবে -৪ দশমিক ৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়