শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে ছয় ব্যাংক কর্মকর্তাসহ আরো ৭ জনের কোভিড-১৯ শনাক্ত

জামাল হোসেন, জীবননগর : [২] চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দিন দিন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত দু'দিনের ব্যবধানে জীবননগর ইসলামী ব্যাংকের ১১ কর্মকর্তা-কর্মচারিসহ ১৩ জন ব্যাক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। উপজেলায় এপর্যন্ত আক্রমণের সংখ্যা দাঁড়াল ২৭ জন।

[৩] সমপ্রতি ইসলামী ব্যাংকের সোলায়মান নামের একজন কর্মচারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় পরীক্ষার পর প্রায় প্রতিদিনই ব্যাংক কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি সাধারণ মানুষ আক্রাস্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

[৪] জীবননগর উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধ কমিটি সূত্র জানায়, জীবননগর ইসলামী শাখার নাইট গার্ড সোলায়মান কোভিড-১৯ আক্রান্ত হয়ে সম্প্রতি মারা যান। তার এ মৃত্যুতে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের সমস্ত কর্মকর্তা-কর্মচারিকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত নমুনা পরীক্ষার মধ্য থেকে মঙ্গলবার ব্যাংকের ৫ জন কর্মকর্তা-কর্মচারিসহ পৌর এলাকার কসাইপাড়ার এক ব্যাক্তির পজিটিভ শনাক্ত হয়। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যাক্তিদের বসবাস এলাকা রেডজোন হিসাবে ঘোষণার মধ্যদিয়ে লকডাউন করেন দরন।

[৫] এদিকে, ওই রিপোর্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বুধবার বিকালে আবারো রিপোর্ট জানানো হয়, ইসলামী ব্যাংকের ৬ জন কর্মকর্তাসহ উপজেলার মনোহরপুর গ্রামের এক গৃহবধুর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের পরিকার লকডাউন করার প্রস্তুতি নেয়া হয়েছে।

[৬] জীবননগর থানার অফিস ইনচার্জ ওসি সাইফুল ইসলাম নতুন আক্রান্তদের কথা নিশ্চিত করে বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকারি সিদ্ধান্তে জেলা প্রশাসকের নির্দেশে বুধবার সকাল থেকে কার্যকর করা হয়েছে লকডাউন। প্রতিটি পয়েন্টে আমাকে পুলিশ সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা থাকবেন শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া বাকি সব কিছুই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়