শিরোনাম
◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি ◈ চট্টগ্রামে আটটি ফ্লাইটের জরুরি অবতরণ, কুয়েতের ফ্লাইট বাতিল ◈ শাহজালালে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে যা জানা গেল ◈ আগুন লাগার ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ: সারজিস ◈ যেখান থেকে শাহজালাল বিমানবন্দর কার্গো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ◈ ঢাকা বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে: বেবিচক ◈ কার্গো নিরাপত্তায় আন্তর্জাতিক স্বীকৃতির কয়েকদিনের মাথায় এই অগ্নিকাণ্ড! ◈ তারেক রহমা‌নের ভাবমূর্তি নির্বাচ‌নে ব্যবহার করতে চায় বিএনপি, হাওয়া ভবনের মেমোরি' বড় চ্যালেঞ্জ ◈ বন্ধুদের অসম্মান হওয়ার ভয়ে তিন লাখের ঘড়ি পরেন না ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী ◈ মিরপুরে ২০৭ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ জুলাই পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

ডেস্ক রিপোর্ট : [২] আগামী ১৫ জুলাই পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন।

[৩] তিনি বলেন, বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠনসহ সাংগঠনিক কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত ছিল। কিন্তু করোনা মহামারি ব্যাপক বিস্তারের কারণে এ স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু হবে।

[৫] এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২২ মার্চ প্রথম দাফায় সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয় বিএনপি। ওই সিদ্ধান্ত ১৫ এপ্রিল পর্যন্ত বহাল ছিল। পরে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে ২৫ মে পর্যন্ত করা হয়।

[৬] এরপর তৃতীয় দফায় সময় বাড়িয়ে ২৫ জুন পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল বিএনপি। এবার তা আরও বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হলো।সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়