শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ২৫ জুন, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি: [২] মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া গ্রামে চাঞ্চল্যকর সোহরাব ফকির (৫৫) হত্যা মামলার ২নং এজাহারভুক্ত আসামি জাহান্দার ফকিরকে (৩৫) গ্রেপ্তার করেছে মাদারীপুর থানা পুলিশ। গত সোমবার সকালে আত্মগোপনের জন্য ইতালী পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিক্তিতে ঢাকা আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৩] মামলা সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৫ এপ্রিল বেলা আনুমানিক ১২টার সময় প্রতিপক্ষের হাতে সোনাপাড়া গ্রামের ফকির বাড়ির জামে মসজীদের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর ড্রইভার সোহরাব ফকির খুন হন। গ্রেপ্তারকৃত আসামি এই হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি। ঘটনার পর থেকে জাহান্দর ফকির (৩৫) দীর্ঘদিন পলাতক ছিলেন।

[৪] মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা জানান,শিরখাড়া এলাকায় গত এপ্রিল মাসে মারামারির ঘটনাকে কেন্দ্র করে যখন ১০-১২ জন লোক মারামারিতে লিপ্ত হয়, তখন ১জনের অবস্থা সংকটাপূর্ন থাকে এবং তাকে হাসপাতালে পাঠান হয়। হাসপাতালেই তিনি মূত্যু বরন করেন। তারপরই আমরা থানায় একটি হত্যা মামলা নেই। গতকাল ওই হত্যা মামলার একজন আসামি ইতালীতে পলায়ন করার চেস্টা করছিল। আমরা খবর পাই সে ইতালী চলে যাচ্ছে তখন আমরা এ্যয়ারপোর্টে খবর দেই এবং ইমিগ্রেশনে তাকে আটকে দেয়, গতকাল রাতেই আমরা আমাদের থানা পুলিশ পাঠিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে জাহান্দারকে গ্রেপ্তার করি। এবং তাকে আদালতে পাঠানোর প্রত্রিয়া চলছে। এবং তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়