শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ বাগেরহাটে ডাক্তারের মৃত্যু, নতুন শনাক্ত ৩১

শেখ সাইফুল, বাগেরহাট প্রতিনিধি : [২] বাগেরহাটের ফকিরহাট উপজেলা সদরে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উপেন্দ্রনাথ পাল (৭৫) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

[৩] দুই সপ্তাহ আগে কোভিড-১৯ উপসর্গ দেখা দিলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ ডাক্তার উপেন্দ্রনাথ পালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রিপোর্ট কোভিড-১৯ পজেটিভ আসে। ফকিরহাট উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উপেন্দ্রনাথ পাল উপজেলা সদরে নিজ বাড়ীতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে তাকে দুপুরে সৎকার করা হয়েছে।

[৪] বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির (২৪ জুন) বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় সবোর্চ ৩১ জনের কোভিড-১৯ শনাক্তের মধ্যদিয়ে আক্রাতের সংখ্যা দাঁড়ালো ১৪৯ জন।

[৫] জেলায় কোভিড-১৯ আক্রান্তেদের মধ্যে ইতোমধ্যেই ৩০ জন সুস্থ্য ও ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্ত ৩১ জনের সবাইকে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়