মুসা আহমেদ: [২] গত বছর থেকেই ব্যাপক অর্থনৈতিক বিপর্যয়ে লেবানন। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে অধিকাংশ পরিবার লড়াই করছে টিকে থাকার জন্য। বেঁচে থাকার লড়াইয়ে যুদ্ধে এ দেশটিতে প্রতিদিনই বাড়ছে সামাজিক অপরাধ। রয়টার্স
[৩] রাজধানী বৈরুতে ভিনসেন্ট আল বোস্তানির এক প্রতিষ্ঠান। চুরি ডাকাতির ভয়ে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিষ্ঠানটিতে। সিসিটিভি তো আছেই, সঙ্গে রয়েছে ২৪ ঘণ্টা নিরাপত্তাকর্মী। এ বিষয়ে বোস্তানি বলেন, দেশের অর্থনীতি চরম বিপর্যয়ে রয়েছে। পেটের দায়ে মানুষ দিন দিন অপরাধে জড়াচ্ছে।
[৫] এ বিষয়ে বৈরুতভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে বলা হয়, অপরাধ আতঙ্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বৈরুতের প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম চার মাসে গেলো বছরের তুলনায় হত্যাকাণ্ড বেড়ে দ্বিগুণ হয়েছে। এক বছরের ব্যবধানে গাড়ি চুরি বেড়েছে ৫০ শতাংশ।
[৬] সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, লেবাননের ৫০ শতাংশ, ফিলিস্তিনের ৬৩ শতাংশ ও সিরিয়ার ৭৫ মানুষ অত্যন্ত গরীব। নিয়মিত খাবার জোটে না এসব দেশের পরিবারে। একবেলা খাওয়া হলে পরের বেলা কি খাবে না খাবে এই নিয়ে তাদের আতঙ্কে দিন কাটাতে হয়।
[৭] রয়টার্সের খবরে বলা হয়, দেশটির মুদ্রামান ব্যাপক পড়ে যাওয়ায় দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয়েছে। সম্পাদনা: ইকবাল খান