শিরোনাম
◈ ইউ‌রো‌পীয় ইউ‌নিয়ন বাংলাদেশের ফুটবল উন্নয়নে পা‌শে থাক‌তে আগ্রহী ◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরলে আ.লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এম এ কুদ্দুস, বিরল প্রতিনিধি : [২] বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিরল উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেছে।

[৩] কর্মসূচীর মধ্যে ছিলো মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর সৃতিস্তম্ভে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া এবং সকাল সাড়ে ১০টায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বৃক্ষ রোপন।

[৪] সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি সারোয়ারুল ইসলাম বাবলু, আলহাজ্ব আক্তার হোসেন, আনোয়ারুল ইসলাম, লুৎফর রহমান লুতু, প্রফেসার আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক প্রফেসার বিভূতি ভূষন রায়, লায়লা আরজুমান্দ বানু, সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান কামু, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহেদ, প্রচার সম্পাদক মহসীন আলী, সহ-প্রচার সম্পাদক মোজাফ্ফর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্ট, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, মহিলা লীগের সভাপতি কুলছুমা খাতুন, সাধারণ সম্পাদক বিলকিস পারভীন, সহ-সভাপতি ওয়াহেদা বেগম, মহিলা যুব লীগের সভাপতি রশিদা খাতুন রুবি, স্বেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিত কুমার বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশাদুজ্জামান আপেল, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়