ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক নির্মূল করতে গিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলায় মোসাদ্দেকুর রহমান নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
সোমবার (২২ জনু) বিকেলে ওই উপজেলার বারদোনা আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত মোসাদ্দেকুর রহমান ও আহত ফয়সালুর রহমান ওই এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
নিহতের ভাতিজা মোহাম্মদ মহসীন জানান, সম্প্রতি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন মোসাদ্দেক। এতে সোহেল নামে এক মাদক ব্যবসায়ীর রোষানলে পড়েন তিনি। এর জেরে সোমবার বিকেলে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোসাদ্দেক ও ফয়সালকে ছুরিকাঘাত করে সোহেল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোসাদ্দেককে মৃত ঘোষণা করেন। ফয়সাল চিকিৎসাধীন রয়েছেন।
সাতকানিয়া থানার ওসি শফিউল কবির জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে সোহেল পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আগেও মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।সূত্র : ডেইলি বাংলাদেশ